Coconut Oil: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন

Last Updated:
Coconut Oil: খুব সহজে ছোট্ট কয়েকটি হ্যাক মনে রাখলেই জমবে না নারকেল তেল৷ শীতকালেও কোনও ঝামেলা ছাড়াই দিব্যি ব্যবহার করা যাবে৷
1/8
শুধুই চুল ভাল রাখতে নয়, নারকেল তেলের গুণাগুণ হাজার৷ ত্বকের একাধিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারকেল তেল৷ চুলে পুষ্টি জোগায়৷ শীতকালে রুক্ষ ত্বককে প্রাণবন্ত করে তুলতে পারে এই তেল৷
শুধুই চুল ভাল রাখতে নয়, নারকেল তেলের গুণাগুণ হাজার৷ ত্বকের একাধিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারকেল তেল৷ চুলে পুষ্টি জোগায়৷ শীতকালে রুক্ষ ত্বককে প্রাণবন্ত করে তুলতে পারে এই তেল৷
advertisement
2/8
কিন্তু মুশকিল হল শীতকালে নারকেল তেলের ব্যবহার করা৷ তাপমাত্রা একটু কমলেই জমে যায় নারকেল তেল৷ ফলে ব্যবহার করতে সমস্যা হয়৷ বোতলের বন্ধ মুখে আটকে থাকে তেল৷ বের করাই হয়ে ওঠা মহা ঝক্কির কাজ৷
কিন্তু মুশকিল হল শীতকালে নারকেল তেলের ব্যবহার করা৷ তাপমাত্রা একটু কমলেই জমে যায় নারকেল তেল৷ ফলে ব্যবহার করতে সমস্যা হয়৷ বোতলের বন্ধ মুখে আটকে থাকে তেল৷ বের করাই হয়ে ওঠা মহা ঝক্কির কাজ৷
advertisement
3/8
তবে এই চেনা সমস্যারও সহজ সমাধান রয়েছে৷ খুব সহজে ছোট্ট কয়েকটি হ্যাক মনে রাখলেই জমবে না নারকেল তেল৷ শীতকালেও কোনও ঝামেলা ছাড়াই দিব্যি ব্যবহার করা যাবে৷
তবে এই চেনা সমস্যারও সহজ সমাধান রয়েছে৷ খুব সহজে ছোট্ট কয়েকটি হ্যাক মনে রাখলেই জমবে না নারকেল তেল৷ শীতকালেও কোনও ঝামেলা ছাড়াই দিব্যি ব্যবহার করা যাবে৷
advertisement
4/8
প্রথম উপায়- সবচেয়ে সহজ এবং বেশিরভাগ জনে এই উপায়েই শীতে ব্যবহার করেন নারকেল তেল৷ এই উপায়ে নারকেল তেলকে গরম জলের পাত্রে কিছুক্ষণ রেখে দিন৷ ৫ থেকে ৬ মিনিটেই তেল গলে যাবে৷
প্রথম উপায়- সবচেয়ে সহজ এবং বেশিরভাগ জনে এই উপায়েই শীতে ব্যবহার করেন নারকেল তেল৷ এই উপায়ে নারকেল তেলকে গরম জলের পাত্রে কিছুক্ষণ রেখে দিন৷ ৫ থেকে ৬ মিনিটেই তেল গলে যাবে৷
advertisement
5/8
দ্বিতীয় উপায়- নারকেল তেলকে ঠান্ডা জায়গায় রাখার বদলে রোদে রাখুন বা কিচেনের গ্যাসের পাশে রাখুন। গরম পরিবেশে থাকলে আপনা থেকেই জমবে না তেল৷ তরল অবস্থাতেই থাকবে৷
দ্বিতীয় উপায়- নারকেল তেলকে ঠান্ডা জায়গায় রাখার বদলে রোদে রাখুন বা কিচেনের গ্যাসের পাশে রাখুন। গরম পরিবেশে থাকলে আপনা থেকেই জমবে না তেল৷ তরল অবস্থাতেই থাকবে৷
advertisement
6/8
তৃতীয় উপায়- এই উপায়ে শীতে কোনওভাবেই জমবে না নারকেল তেল৷ নারকেল তেলের সঙ্গে এমন কোনও তেল মিশিয়ে নিন যেটি সহজে জমে না৷ ভাল তেল মেশালে সাধারণ নারকেল তেলের গুণাগুণও বাড়বে, পাশাপাশি প্রচণ্ড ঠান্ডাতেও জমবে না তেল৷
তৃতীয় উপায়- এই উপায়ে শীতে কোনওভাবেই জমবে না নারকেল তেল৷ নারকেল তেলের সঙ্গে এমন কোনও তেল মিশিয়ে নিন যেটি সহজে জমে না৷ ভাল তেল মেশালে সাধারণ নারকেল তেলের গুণাগুণও বাড়বে, পাশাপাশি প্রচণ্ড ঠান্ডাতেও জমবে না তেল৷
advertisement
7/8
হাতের কাছে অন্য কোনও তেল না থাকলে এ কাজে সরষের তেলকেও ব্যবহার করতে পারেন৷ এছাড়া আমন্ড ওয়েল বা ওই অন্যান্য যেকোনও ভাল তেল মেশালেই চলবে৷
হাতের কাছে অন্য কোনও তেল না থাকলে এ কাজে সরষের তেলকেও ব্যবহার করতে পারেন৷ এছাড়া আমন্ড ওয়েল বা ওই অন্যান্য যেকোনও ভাল তেল মেশালেই চলবে৷
advertisement
8/8
চতুর্থ উপায়-যদি তেল খুব বেশি জমে যায়, তাহলে যেকোনও তেল একটু গরম করে নারকেল তেলের বোতলে সাবধানে ঢেলে দিন। এতে তেল দ্রুত গলে যাবে আর ব্যবহার করার মতো হয়ে যাবে।
চতুর্থ উপায়-যদি তেল খুব বেশি জমে যায়, তাহলে যেকোনও তেল একটু গরম করে নারকেল তেলের বোতলে সাবধানে ঢেলে দিন। এতে তেল দ্রুত গলে যাবে আর ব্যবহার করার মতো হয়ে যাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement