South 24 Parganas News: ডায়মন্ড হারবারে অ্যাম্বুল্যান্সে আগুন, কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া! তীব্র আতঙ্ক এলাকায়

Last Updated:

South 24 Parganas News: ডায়মন্ড হারবারের মোহনপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে আগুন। যার জেরে কালো ধোঁয়ায় ঢাকে এলাকা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

অ্যাম্বুল্যান্সে আগুন
অ্যাম্বুল্যান্সে আগুন
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ডায়মন্ড হারবারের মোহনপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে আগুন। যার জেরে কালো ধোঁয়ায় ঢাকে এলাকা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেখানে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের মোহনপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে গ্যারেজে মেরামতের সময় আগুন লেগে যায় একটি অ্যাম্বুল্যান্সে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। অ্যাম্বুল্যান্স ঝালাই করার সময় আচমকা টায়ার ফেটে আগুন লেগে যায় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
advertisement
advertisement
আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় এলাকায়। তবে দমকল ও পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। বর্তমানে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই আগুন লাগার ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচলে সমস্যা হলেও দ্রুত পুলিশ যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, আর কয়েক মিনিট দেরি হলে আগুন ছড়িয়ে পড়তে পারত। কিন্তু দমকল, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় খুশি সকলেই। বর্তমানে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও স্থানীয়রা প্রথম থেকেই আগুন নেভানোর চেষ্টায় ছিল। দ্রুত দমকলের উপস্থিতিও আগুন নেভাতে সহায়ক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে সেখানে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ডায়মন্ড হারবারে অ্যাম্বুল্যান্সে আগুন, কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া! তীব্র আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
Mamata Banerjee News: চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
চব্বিশে জয়ের পর নজরে ছাব্বিশ, আজ থেকে দু দিনের কোচবিহার সফরে মমতা!
  • আজ থেকে কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী৷

  • দু দিনের কোচবিহার সফরে মমতা৷

  • ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোচবিহারে জয় পায় তৃণমূল৷

VIEW MORE
advertisement
advertisement