Jhargram News: বর্ষায় কাদা, শুষ্ক মরশুমে ধুলো! বেনজির দুর্ভোগ, ঝাড়গ্রামে রাস্তা নিয়ে অন্যরকম সন্দেহ স্থানীয়দের

Last Updated:

Jhargram News: বারবার প্রতিশ্রুতি মেলে, কিন্তু রাস্তার কোনও পরিবর্তন হয় না। এলাকাবাসীর কাছে এই রাস্তা এখন আর যাতায়াতের পথ নয়, কার্যত এক ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত হয়েছে।

ঝাড়গ্রামের বেহাল রাস্তা
ঝাড়গ্রামের বেহাল রাস্তা
সাঁকরাইল, ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কেশিয়াপাতা থেকে বনপুরা হয়ে মুড়াকাটি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রতিশ্রুতি মেলে, কিন্তু রাস্তার কোনও পরিবর্তন হয় না। এলাকাবাসীর কাছে এই রাস্তা এখন আর যাতায়াতের পথ নয়, কার্যত এক ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত হয়েছে।
এই মূল সড়কের উপর নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলপড়ুয়ারা, অফিসযাত্রী, এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও। বর্ষায় কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে, আর শুকনো মরশুমে ধুলোয় ঢেকে যায় চারদিক। অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে সাধারণ যানবাহন—সবই এই রাস্তায় পড়ে চরম বিপাকে।
advertisement
advertisement
বনপুরা, ডাহি, নেগড়িয়া, চাঁদপাল, কুলডিহা-সহ আশেপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তাটির ওপর নির্ভরশীল। তাঁদের দাবি, প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে হয়েছে বহুবার। কিন্তু বাস্তবে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগই গ্রহণ করা হয় নি, ফলে এলাকাবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে। অন্য দিকে এই রাস্তাটি নিয়ে ঠিকাদারের দুর্নীতির অভিযোগ উঠছে। তবে মানুষ চান, তাদের বেনজির দুর্নীতির অবসান ঘটুক, সেটা যেভাবেই হোক না কেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে—উন্নয়ন কি তবে রাজনৈতিক দর-কষাকষির বলি হচ্ছে? নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা, অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বর্ষায় কাদা, শুষ্ক মরশুমে ধুলো! বেনজির দুর্ভোগ, ঝাড়গ্রামে রাস্তা নিয়ে অন্যরকম সন্দেহ স্থানীয়দের
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement