Alipore Zoo: 'পা ফেলার জায়গা নেই', ডিসেম্বরের প্রথম রবিবারেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায়! ২০ হাজার ছাড়াল দর্শক সংখ্যা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Alipore Zoo: ডিসেম্বরের প্রথম রবিবার রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়, ২০ হাজার ছাড়াল দর্শক সংখ্যা।
advertisement
1/5

ডিসেম্বরের প্রথম রবিবার রেকর্ড ভিড় আলিপুর চিড়িয়াখানায়। ২০ হাজার ছাড়াল দর্শক সংখ্যা। এরফলে বছর শেষের দিনগুলিতে আরও ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে খুশি সকলেই। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
সপরিবারে ডিসেম্বরের আমেজ উপভোগ করছে আম জনতা। শুধু কলকাতা নয়, পাশের জেলা, দূরবর্তী জেলা, এমনকী ভিন রাজ্য থেকেও চিড়িয়াখানা দর্শনে ভিড় জমিয়েছেন অনেকেই।
advertisement
3/5
ডিসেম্বরের শহরে শীত পড়তেই উৎসবের আমেজ শুরু হয়েছে চিড়িয়াখানায়। সাধারণত ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকে এই ভিড় লক্ষ্য করা যেত। এবার দেখা যাচ্ছে শুরু থেকেই।
advertisement
4/5
রবিবারই চিড়িয়াখানায় প্রায় ২৪ হাজার মানুষ ঢুকেছেন। তার জেরে বিকেলে ব্যাপক যানজট হয় চিড়িয়াখানার প্রবেশ দ্বারের সামনের অংশে।
advertisement
5/5
এই ভিড়ের ফলে অবৈধ পার্কিং সামলাতে নাকাল হয়েছেন উর্দিধারীরা। যদিও ভিড় সামলে নিয়েছেন তাঁরা। এই ভিড়ের ফলে পরবর্তী সময়ে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে প্রাশাসনিক ভাবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Alipore Zoo: 'পা ফেলার জায়গা নেই', ডিসেম্বরের প্রথম রবিবারেই রেকর্ড ভিড় চিড়িয়াখানায়! ২০ হাজার ছাড়াল দর্শক সংখ্যা