নদিয়ার চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক গত কয়েকদিন আগে একতারপুর মাঠপাড়া মাঠে এক ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয়। আর এদিন সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকেই প্রায় ৫০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চাঁদিফাটা গরমেও মাথা থাকবে কুল কুল! পথচলতিদের জন্য অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের
advertisement
উদ্যোক্তাদের দাবী, একটা সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। তবে তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন তাদের উৎসাহিত করতে। তবে এই বছর ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা প্রথম। আগামীদিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন উদ্যেক্তা সঞ্জয় মন্ডল।
মৈনাক দেবনাথ





