TRENDING:

Nadia News: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়

Last Updated:

ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় ৫০ টি দল অংশগ্রহণ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: আসক্তি কাটিয়ে ফিজিক্যাল অ‍্যাক্টিভিটির ওপর জোড় দেওয়ার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিল চাকদা থানার পালপাড়া এলাকার কয়েকজন যুবক। আর তারই অঙ্গ হিসেবে এদিন পালপাড়া এলাকায় আয়োজিত হল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। চৈত্রের প্রখর রোদ ও গরমকে উপেক্ষা করে আয়োজিত হয় এই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উৎসাহী যুবকেরা।
advertisement

নদিয়ার চাকদা থানার পালপাড়া একতারপুর এলাকার বাসিন্দা কয়েকজন যুবক গত কয়েকদিন আগে একতারপুর মাঠপাড়া মাঠে এক ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার উদ্যোগ নেয়। আর এদিন সেই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় সকাল থেকেই প্রায় ৫০ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: চাঁদিফাটা গরমেও মাথা থাকবে কুল কুল! পথচলতিদের জন্য অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের

advertisement

উদ্যোক্তাদের দাবী, একটা সময় এই জায়গাতেই প্রচুর মানুষ ঘুড়ি ওড়াতেন, কিন্তু মোবাইল ফোন আসার কারণে ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে গিয়েছে। তবে তাদের নজরে আসে কিছুদিন ধরে নতুন করে ঘুড়ি ওড়াতে শুরু করেছে কিছু উৎসাহী যুবক। আর এরপরই চৈত্রের তীব্র গরমকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেন তাদের উৎসাহিত করতে। তবে এই বছর ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা প্রথম। আগামীদিনেও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতেই এই আয়োজন করবেন বলে জানিয়েছেন উদ‍্যেক্তা সঞ্জয় মন্ডল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ,নারকেল চাষেই মালামাল
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৫০ দলের বিশাল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা! গরমকে তোয়াক্কা না করেই বিশাল আয়োজন নদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল