Lakhpati By Cultivating Coconut Tree: শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ, নারকেল চাষেই মালামাল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Lakhpati By Cultivating Coconut Tree: নারিকেলের ফলনে চমক, সুন্দরবনের শিক্ষক আজ সফল কৃষক
উত্তর ২৪ পরগণা: উন্নত প্রজাতির নারিকেল চাষে বছরে লাখপতি শিক্ষক মহাদেব দাস। সুন্দরবনের প্রান্তিক গ্রাম রামেশ্বরপুরে সবুজ বিপ্লবের নতুন গল্প লিখেছেন এক স্কুল শিক্ষক। হাসনাবাদের রামেশ্বরপুরের বাসিন্দা মহাদেব দাস বাড়ির পিছনের পতিত জমিতেই গড়ে তুলেছেন এক সফল নারিকেল বাগান। শিক্ষকতার পাশাপাশি তিনি আজ সফল কৃষক হিসেবেও পরিচিত।
প্রায় দেড় বিঘা জমিতে উন্নত প্রজাতির নারিকেল চাষ শুরু করেছিলেন তিনি কয়েক বছর আগে। প্রথমদিকে স্থানীয় এক নার্সারি থেকে সংগ্রহ করেছিলেন কেরল ও অন্যান্য উচ্চফলনশীল জাতের চারাগুলি। চার বছর পর আজ সেই গাছগুলিই তার জীবিকার অন্যতম উৎস।
advertisement
advertisement
বর্তমানে তার বাগানে রয়েছে প্রায় ৭০ থেকে ৮০টি নারিকেল গাছ। প্রতিটি গাছ থেকে বছরে কমপক্ষে ২০০টি করে নারিকেল উৎপন্ন হচ্ছে। স্থানীয় বাজারে প্রতিটি নারিকেল গড়ে ৩০ টাকা দরে বিক্রি করে বছরে ৪ থেকে ৫ লক্ষ টাকা আয় করছেন মহাদেব দাস। এই
চাষে নিয়মিত পরিচর্যার তেমন প্রয়োজন না হওয়ায় খরচও তুলনামূলক কম। মহাদেববাবুর কথায়, “যে জমি একসময় পতিত পড়ে ছিল, আজ সেটিই আমার পরিবারের আর্থিক ভরসা। সঠিক জাত নির্বাচন আর যত্ন নিলেই নারিকেল চাষে ভাল ফলন পাওয়া যায়।” গ্রামের অন্যান্য মানুষও তার এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এখন নারিকেল ও সুপারি চাষে আগ্রহী হচ্ছেন। সুন্দরবনের এই মাটিতেও সাফল্যের সঙ্গে নারিকেল ফলিয়ে মহাদেব দাস দেখিয়ে দিলেন—মনোভাব ও পরিশ্রম থাকলে গ্রামের পতিত জমিও হয়ে উঠতে পারে সোনার খনি। Input- Julfikar Molla
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 11:33 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Lakhpati By Cultivating Coconut Tree: শুধু শুধুই পড়ে আছে জমি, সুন্দরবনের শিক্ষক দেখাচ্ছেন লাখপতি হওয়ার পথ, নারকেল চাষেই মালামাল
