Katwa On Alert After Blast: হোটেলে গিয়ে রুমে রুমে তল্লাশি পুলিশের, দিল্লি ব্লাস্টের পরে কাটোয়ায় গেস্টদের আসা-যাওয়ার তালিকায় কড়া নজর
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Katwa On Alert After Blast: দিল্লির বিস্ফোরণের পর সতর্ক কাটোয়া, শহর জুড়ে পুলিশের তল্লাশি অভিযান
কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী জানান, “আমরা প্রতিটি হোটেলেই তল্লাশি চালাচ্ছি। শহরে আসা ও থাকা প্রত্যেকের পরিচয় যাচাই করা হচ্ছে।” জানা গিয়েছে, কাটোয়া শহরে মোট ছয়টি হোটেল রয়েছে, যেখানে পর্যটকরা নিয়মিত আসেন ও থাকেন। সেই সব হোটেলে ঠিকঠাক রেজিস্টার রক্ষিত হচ্ছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শহরে প্রবেশ করা বহু গাড়িতেও চলছে তল্লাশি।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
ভৌগোলিক দিক থেকে কাটোয়া শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া, এই চার জেলার সংযোগস্থলে থাকা শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। নদী পেরোলেই নদীয়া জেলার সীমানা। পাশাপাশি বাদশাহী রোড, কীর্ণাহার রোড ও কাটোয়া রোড, এই তিনটি প্রধান সড়ক মিলিয়ে কাটোয়াকে ঘিরে রয়েছে এক বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা। বাদশাহী রোড ধরে নতুনহাটের অজয় সেতু পেরিয়ে পশ্চিমে বীরভূমের নানুর, পূর্বে বর্ধমানের কেতুগ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরে পড়ে কেতুগ্রামের ফুটিসাঁকো মোড়।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
ফুটিসাঁকো মোড় এলাকাটি তিন জেলার সংযোগস্থল হওয়ায় সেখানে সব সময়ই ভিন জেলার মানুষের আনাগোনা লেগে থাকে। অতীতে এই এলাকায় বহু দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে গোয়েন্দাদের দৃষ্টিতে এলাকাটি বরাবরই সংবেদনশীল। এর আগে মঙ্গলকোটের শিমুলিয়া মাদ্রাসা কাণ্ডেও কাটোয়া শহরের নাম উঠে এসেছিল তদন্তের রাডারে। তাই দিল্লির বিস্ফোরণ পরবর্তী পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ কাটোয়া থানার পুলিশ।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
advertisement
এদিকে শহরের এক নামী হোটেলে থাকা এক পর্যটক জানিয়েছেন, “পুলিশের সক্রিয়তা থাকলে আমাদেরও সুবিধা হয়। কারণ সামনেই কাটোয়ার কার্তিক লড়াই উৎসব, তখন শহরে হাজার হাজার মানুষের ভিড় হয়।” তাছাড়া হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত কাটোয়া স্টেশনের উপর দিয়ে প্রতিদিন একাধিক দৈনিক ও সাপ্তাহিক আন্তঃরাজ্য এক্সপ্রেস ট্রেন চলাচল করে, যা উত্তরবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসমসহ বিভিন্ন রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে উৎসবের মুখে কাটোয়া শহর পুলিশের কাছে নিরাপত্তা বজায় রাখা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী
