নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা গাড়িতে বিস্ফোরণ৷ বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ গোটা রাজধানী জুড়েই ছড়িয়েছে আতঙ্ক৷ সোমবার সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের খবর জানিয়ে একটি ফোন কল পৌঁছয় দমকলবাহিনীর কাছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন৷ খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে৷ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া X -এ লেখেন, ‘দিল্লিতে আজ সন্ধেবেলা যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের যথা সাধ্য সাহায্যের চেষ্টা করছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেছি৷’

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, ‘‘আজ সন্ধ্যা ৬.৫২ মিনিট নাগাদ, রেড সিগন্যালে ধীরগতির একটি গাড়ি থামে। সেই গাড়িতে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের কারণে আশেপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত সংস্থা, FSL, NIA, এখানে আছে… এই ঘটনায় কিছু লোক মারা গেছে এবং কিছু আহত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের ফোন করেছেন এবং সময়ে সময়ে তাঁকে সমস্ত তথ্য সম্পর্কে আপডেট করা হচ্ছে৷”
#WATCH | Delhi: Delhi Police Commissioner Satish Golcha says, “Today at around 6.52 pm, a slow-moving vehicle stopped at the red light. An explosion happened in that vehicle, and due to the explosion, nearby vehicles were also damaged. All agencies, FSL, NIA, are here… Some… pic.twitter.com/uIt7NRziur
— ANI (@ANI) November 10, 2025
ঘটনাস্থলে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ CNN-News18 সূত্র মারফত জানতে পেরেছে যে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিস্ফোরণে Improvised Explosive Device (IED) ব্যবহার করা হয়েছে৷ সন্ধে ৬টা বেজে ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে দিয়ে অত্যন্ত ধীরগতিতে যাচ্ছিল৷ গাড়ির ভিতরে ২-৩ জন ছিলেন৷
সূত্র মতে, ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সন্দেহভাজন ব্যক্তির জম্মু ও কাশ্মীরের সাথে সম্ভাব্য যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জম্মু ও কাশ্মীর পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে আরও বিস্তৃত নেটওয়ার্ক জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিষয়ক তদন্তকারী আধিকারিকেরা৷
#WATCH | Delhi: Blast near Red Fort Metro Station | Union Home Minister Amit Shah says “This evening, around 7 pm, a blast occurred in a Hyundai i20 car at the Subhash Marg traffic signal near the Red Fort in Delhi. The blast injured some pedestrians and damaged some vehicles.… pic.twitter.com/BfRei3r3tx
— ANI (@ANI) November 10, 2025
দিল্লিতে বিস্ফোরণের পরে দেশের একাধিক রাজ্য তথা গুরুত্বপূর্ণ শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ কেরল, হরিয়ানা, হায়দরাবাদ, বিহারে, এমনকি, কলকাতাতেও সতর্কতা জারি৷ নড়েচড়ে বসল লালবাজার৷
রাহুল গান্ধি সোশ্যাল মিডিয়া X এ লিখেছেন, ‘‘দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়ি বিস্ফোরণের খবর অত্যন্ত হৃদয়বিদারক এবং উদ্বেগজনক৷ ’’
‘‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক৷ যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এমন শোকের মুহূর্তে আমি সেই সমস্ত পরিবারের পাশে রয়েছি৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷’’
দিল্লি পুলিশ সিএনএন নিউজ১৮-কে জানিয়েছে, “একটা হুন্ডাই আই২০ ছিল। গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন। গাড়ির পিছনেই বিস্ফোরণ হয়েছে। গাড়িটা ধীর গতিতে চলছিল। প্রাথমিকভাবে কোনও পেলেটের আঘাতের চিহ্ন নেই, পোড়ার দাগ রয়েছে।’’
দিল্লিতে লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০, আহত ৩০ জনেরও বেশি৷
লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতাল জানিয়েছে যে ২৪ জনকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল, যার মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয়েছিল।
সূত্রের খবর, দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনে বিস্ফোরণের পরে নিকটবর্তী মেট্রো স্টেশন সহ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে৷ যাতে কোনও সন্দেহজনক গতিবিধি নজরে আনা সম্ভব হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দ্বারা সংঘটিত হয়েছে।
একজন সন্দেহভাজন বর্তমানে দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে এবং তার সঙ্গে জম্মু ও কাশ্মীরের সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে তদন্ত করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
সূত্র জানিয়েছে, দিল্লি পুলিশ বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।
দিল্লি পুলিশ, আইবির সাথে যোগাযোগ রাখছেন অমিত শাহ৷ সূত্র জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অমিত শাহ দিল্লি পুলিশ কমিশনারের সাথে কথা বলেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তদন্তে সহায়তা করার জন্য জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি), জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছেছে৷
দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে৷ আহতদের নিকটবর্তী LNJP হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
সূত্রের খবর, গোটা পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারি সূত্র সিএনএন-নিউজ১৮ কে জানিয়েছে যে, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং ঘটনা এবং তদন্ত সম্পর্কে বিস্তারিত আপডেট চেয়েছেন।
বিস্ফোরণের ভয়াবহ মুহূর্তের কথা বলতে গিয়ে শিহরিত হচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷ চোখেমুখে আতঙ্ক৷ একজন বললেন, ‘‘আমরা দেখলাম কার একটা হাত পড়ে রয়েছে রাস্তায়৷ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, শব্দে সেটা ব্যাখ্যা করতে পারব না৷’’
#WATCH | Delhi: Blast near Red Fort | "When we saw someone's hand on the road, we were absolutely shocked. I can't explain it in words…" said a local to ANI pic.twitter.com/vmibMbPFUk
— ANI (@ANI) November 10, 2025
লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর।
#WATCH | A call was received regarding an explosion in a car near Gate No. 1 of the Red Fort Metro Station, after which three to four vehicles also caught fire and sustained damage. A total of 7 fire tenders have reached the spot. A team from the Delhi Police Special Cell has… pic.twitter.com/F7jbepnb4F
— ANI (@ANI) November 10, 2025
সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্কিং লটে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলিতেই বিস্ফোরণ ঘটে। স্টেশনের ১ নম্বর গেটে আগুন ধরে গিয়েছে। সম্প্রতি দেশের একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেশ জুড়ে যে একটা নাশকতার ছক কষা হচ্ছিল, তা গত কয়েকদিনেই অনুমান করেছিলেন গোয়েন্দারা। আর এবার ভর সন্ধ্যায় খাস দিল্লিতেই বিস্ফোরণ।
