Delhi Bomb Blast News Live Updates: ‘কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি,’ দিল্লির ঘটনাস্থলে গেলেন অমিত শাহ! বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির সঙ্গে জম্মু-কাশ্মীর যোগের সম্ভাবনা

Last Updated:

Delhi Bomb Blast News Live Updates in Bangla: ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।

News18
News18

নয়াদিল্লি: দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে রাখা গাড়িতে বিস্ফোরণ৷ বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ গোটা রাজধানী জুড়েই ছড়িয়েছে আতঙ্ক৷ সোমবার সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণের খবর জানিয়ে একটি ফোন কল পৌঁছয় দমকলবাহিনীর কাছে৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন৷ খুব কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গিয়েছে৷ ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সর্বস্তরে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল।

Delhi Bomb Blast News Live Updates

Nov 10, 202511:52 PM IST

Delhi Bomb Blast News Live Updates: আহতদের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী

বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা৷

Nov 10, 202511:54 PM IST

Delhi Bomb Blast News Live Updates: বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির সঙ্গে জম্মু-কাশ্মীর যোগ!

দিল্লি বিস্ফোরণে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, তার সঙ্গে যোগ রয়েছে জম্মু ও কাশ্মীরের৷ শ্রীনগরে পৌঁছল দিল্লি পুলিশের দল৷

লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়া হুন্ডাই আই২০ গাড়ির প্রাক্তন মালিককে আটক করেছে দিল্লি পুলিশ।

সে পুলিশকে জানিয়েছে যে সে গত বছর দিল্লির ওখলা এলাকার এক ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করেছিল।

Nov 10, 202510:58 PM IST

Delhi Bomb Blast News Live Updates: গুজব এড়িয়ে শান্তি বজায় রাখার আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত লিখেছেন, ‘..এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে, আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন। ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সকল সহায়তা নিশ্চিত করা হচ্ছে। দিল্লি পুলিশ, এনএসজি, এনআইএ এবং এফএসএল-এর দল পুরো বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করার জন্য একসাথে কাজ করছে। আমি সমস্ত দিল্লিবাসীকে গুজব এড়িয়ে শান্তি বজায় রাখার জন্য আবেদন করছি…”

advertisement
Nov 10, 202510:47 PM IST

Delhi Bomb Blast News Live Updates: শোকপ্রকাশ দ্রৌপদী মূর্মূর

ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ৷

Nov 10, 202510:49 PM IST

Delhi Bomb Blast News Live Updates: ‘কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি,’ ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন শাহ

অমিত শাহ বলেন, ‘‘দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পিছনে সঠিক কারণ এখনও জানা যায়নি।’’ তিনি জানান যে NIA এবং NSG সহ একাধিক সংস্থা সম্ভাব্য সকল দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

 

Nov 10, 202510:48 PM IST

Delhi Bomb Blast News Live Updates: দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ রাজনাথ সিং-এর

দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ রাজনাথ সিং-এর

 

 

advertisement
Nov 10, 202510:25 PM IST

Delhi Bomb Blast News Live Updates: দিল্লির অন্য মেট্রো স্টেশন, সরকারি ভবন, এয়ারপোর্টে হাই অ্যালার্ট

লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে, দিল্লি মেট্রো, লালকেল্লা, বিভিন্ন সরকারি ভবন এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের রাজধানী দিল্লিতে (এনসিআর সহ) হাই অ্যালার্ট জারি করেছে সিআইএসএফ। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে এবং কর্মীরা প্রস্তুত রয়েছেন।

Nov 10, 202510:21 PM IST

Delhi Bomb Blast News Live Updates: বিস্ফোরণস্থলে পৌঁছল NSG কম্যান্ডো বাহিনী

দিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের সামনে পৌঁছল NSG কম্যান্ডোর দল৷

Nov 10, 202510:10 PM IST

Delhi Bomb Blast News Live Updates: পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বৈঠক দিল্লির পুলিশকর্তাদের সঙ্গে

লোক নায়ক হাসপাতালে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দেখা করলেন আহতদের সঙ্গে৷ বৈঠক করলেন দিল্লি পুলিশের কর্তাদের সঙ্গে

advertisement
Nov 10, 202510:18 PM IST

Delhi Bomb Blast News Live Updates: দিল্লির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া X -এ লেখেন, ‘দিল্লিতে আজ সন্ধেবেলা যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷ কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের যথা সাধ্য সাহায্যের চেষ্টা করছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করেছি৷’

Nov 10, 20259:50 PM IST

Delhi Bomb Blast News Live Updates: রেড সিগন্যালে ধীর গতিতে আসে গাড়ি...তারপরেই বিস্ফোরণ

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা বলেন, ‘‘আজ সন্ধ্যা ৬.৫২ মিনিট নাগাদ, রেড সিগন্যালে ধীরগতির একটি গাড়ি থামে। সেই গাড়িতে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের কারণে আশেপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত সংস্থা, FSL, NIA, এখানে আছে… এই ঘটনায় কিছু লোক মারা গেছে এবং কিছু আহত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের ফোন করেছেন এবং সময়ে সময়ে তাঁকে সমস্ত তথ্য সম্পর্কে আপডেট করা হচ্ছে৷”

Nov 10, 20259:42 PM IST

Delhi Bomb Blast News Live Updates: ঘটনাস্থলে পৌঁছচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ঘটনাস্থলে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ CNN-News18 সূত্র মারফত জানতে পেরেছে যে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিস্ফোরণে Improvised Explosive Device (IED) ব্যবহার করা হয়েছে৷ সন্ধে ৬টা বেজে ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের বাইরে দিয়ে অত্যন্ত ধীরগতিতে যাচ্ছিল৷ গাড়ির ভিতরে ২-৩ জন ছিলেন৷

সূত্র মতে, ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। সন্দেহভাজন ব্যক্তির জম্মু ও কাশ্মীরের সাথে সম্ভাব্য যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং জম্মু ও কাশ্মীর পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এই হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে আরও বিস্তৃত নেটওয়ার্ক জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিষয়ক তদন্তকারী আধিকারিকেরা৷

advertisement
Nov 10, 20259:30 PM IST

Delhi Bomb Blast News Live Updates: লালকেল্লা মেট্রো স্টেশনে বিস্ফোরণ, একাধিক রাজ্যে হাই অ্যালার্ট

দিল্লিতে বিস্ফোরণের পরে দেশের একাধিক রাজ্য তথা গুরুত্বপূর্ণ শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ কেরল, হরিয়ানা, হায়দরাবাদ, বিহারে, এমনকি, কলকাতাতেও সতর্কতা জারি৷ নড়েচড়ে বসল লালবাজার৷

Nov 10, 20259:24 PM IST

Delhi Bomb Blast News Live Updates: রাহুল গান্ধি বললে, ‘‘অত্যন্ত হৃদয়বিদারক এবং উদ্বেগজনক৷’’

রাহুল গান্ধি সোশ্যাল মিডিয়া X এ লিখেছেন, ‘‘দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়ি বিস্ফোরণের খবর অত্যন্ত হৃদয়বিদারক এবং উদ্বেগজনক৷ ’’

‘‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক৷ যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন এমন শোকের মুহূর্তে আমি সেই সমস্ত পরিবারের পাশে রয়েছি৷ আহতদের দ্রুত সুস্থতা কামনা করি৷’’

Nov 10, 20259:16 PM IST

bomb blast red fort: ‘হুন্ডাই আই২০ ছিল। গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন’

দিল্লি পুলিশ সিএনএন নিউজ১৮-কে জানিয়েছে, “একটা হুন্ডাই আই২০ ছিল। গাড়িটিতে ২-৩ জন যাত্রী ছিলেন। গাড়ির পিছনেই বিস্ফোরণ হয়েছে। গাড়িটা ধীর গতিতে চলছিল। প্রাথমিকভাবে কোনও পেলেটের আঘাতের চিহ্ন নেই, পোড়ার দাগ রয়েছে।’’

advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Bomb Blast News Live Updates: ‘কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি,’ দিল্লির ঘটনাস্থলে গেলেন অমিত শাহ! বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির সঙ্গে জম্মু-কাশ্মীর যোগের সম্ভাবনা
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement