Kartik Lorai Route Map: কার্তিক লড়াইয়ের জন্য মুখিয়ে কাটোয়া, যানজট এড়াতে প্রস্তুতি! সামনে এল রুটম্যাপ, বড় সিদ্ধান্ত প্রশাসনের

Last Updated:

শহরবাসীর কাছে এই কার্তিক লড়াই একটা আবেগ। আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। যে সময় শহরজুড়ে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ।

কার্তিক লড়াই রুট ম্যাপ
কার্তিক লড়াই রুট ম্যাপ
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাস শেষ, তবে এবার আসতে চলেছে পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় উৎসব কাটোয়ার কার্তিক লড়াই। পূর্ব বর্ধমানের জেলার কাটোয়া শহরের নাম কমবেশি সকলেই জানেন। আর এই কাটোয়া শহরের প্রধান উৎসব হল কাটোয়ার কার্তিক লড়াই। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন সমগ্র শহরবাসী। শহরবাসীর কাছে এই কার্তিক লড়াই একটা আবেগ। আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই। যে সময় শহরজুড়ে ভিড় জমান প্রায় লক্ষাধিক মানুষ।
কার্তিক লড়াই
কার্তিক লড়াই
advertisement
কার্তিক পুজোর আগের দিন থেকেই একেবারে জমজমাট হয়ে ওঠে শহর। তবে পুজোর পরের দিন অর্থাৎ লড়াইয়ের দিন সবথেকে বেশি ভিড় হয়। কার্তিক লড়াইয়ের দিন বের হয় শোভাযাত্রা, আর এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শহরের ছোট বড় একাধিক ক্লাব। এই শোভাযাত্রা শহরের একটি নির্দিষ্ট রুটে পরিক্রমা করে। শোভাযাত্রায় থাকে প্রতিমা, বাজনা, আলোকসজ্জা সহ একাধিক নিত্য নতুন চমক। এবছর ১৭ নভেম্বর সোমবার কার্তিক পুজো এবং ১৮ নভেম্বর লড়াই অর্থাৎ শোভাযাত্রা। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কাটোয়া শহরে কোন পথে হবে শোভাযাত্রা।
advertisement
কাটোয়া শহরে প্রবেশ করে রেলগেট পার করে যদি বিদ্যাসাগর স্কুলের সামনে দিয়ে শোভাযাত্রা দেখা শুরু করেন তাহলে স্কুল পেরিয়ে ইন্দিরা গান্ধী স্ট্যাচু পেরিয়ে তারপর যেতে হবে সম্প্রীতি পার্ক, সেখানে থেকে ডান দিকে আতুহাট পাড়া হয়ে একেবারে সোজা বারোয়ারি তলা, সিদ্ধেশ্বরী তলা, শাঁখারী পট্টি হয়ে ডান দিক দিয়ে নিচুবাজার হয়ে সোজা চৈতন্য স্ট্যাচুর কাছে। তারপর আবার সেখান থেকে বাম দিকে দেবরাজ ঘাট, কাটোয়া থানা হয়ে একদম সোজা পৌরসভা মোড়। তারপর পৌরসভা থেকে বাম দিকে সংহতি মঞ্চের পাশ দিয়ে টেলিফোন ময়দান রোড।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টেলিফোন ময়দান রোড পেরিয়ে মাধবিতলা হয়ে স্টেশন বাজার চৌরাস্তা। তারপর সেখান থেকে বাম দিকে আবার পুনরায় বিদ্যাসাগর স্কুলের সামনে। সবমিলিয়ে এককথায় বলতে গেলে এবছর রুটের কোনও পরিবর্তন হয়নি, গতবছরের মতো একই রুট আছে। পুরো শহরজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি, কাটোয়া এখন তৈরি হচ্ছে তার প্রিয় উৎসব কার্তিক লড়াইয়ের জন্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kartik Lorai Route Map: কার্তিক লড়াইয়ের জন্য মুখিয়ে কাটোয়া, যানজট এড়াতে প্রস্তুতি! সামনে এল রুটম্যাপ, বড় সিদ্ধান্ত প্রশাসনের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement