Balcony Gardening : বর্ধমানে রয়েছে গাছপ্রেমীদের 'স্বর্গ', মাত্র ৬ টাকা থেকে শুরু দাম! কিনলে ফ্রিতে পাবেন পরিচর্চার টিপস
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Balcony Gardening : এ যেন এক সবুজ স্বপ্নের ঠিকানা। চারা গাছ থেকে শুরু করে বনসাই সবই পেয়ে যাবেন এখানে। দাম শুরু ৬ টাকা থেকে।
আপনি কি গাছ ভালবাসেন? এই শীতকালে ভাবছেন বাড়িতে একটি ছোট্ট ছাদ বাগান করার কথা? বা বারান্দাতেই লাগিয়ে ফেলতে পারেন বিভিন্ন ইন্ডোর প্লান্ট।তাহলে এই জায়গা হতে পারে আপনার জন্য আদর্শ। এ যেন এক সবুজ স্বপ্নের ঠিকানা। চারা গাছ থেকে শুরু করে বনসাই সবই পেয়ে যাবেন এখানে। আর শুধু গাছই না তার সাথে পেয়ে যাবেন গাছ পরিচর্যার বিভিন্ন জিনিস। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এক গাছ বিক্রেতা জানেন, শীতকালে বহু মানুষ ছাদ বাগান তৈরি করেন। তারা আমাদের দোকান থেকে গাছ নিলে কিভাবে ছাদ বাগান তৈরি করতে পারবেন সবটাই আমরা তাদের বলে দি। শীতকাল ছাড়াও সারা বছরই বহু গাছপ্রেমী মানুষ আসেন গাছ কিনতে। আবার কেউ কোন বিশেষ গাছের অর্ডার দিলে তাও আমরা এনে দেওয়ার চেষ্টা করি। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
