TRENDING:

Balcony Gardening : বর্ধমানে রয়েছে গাছপ্রেমীদের 'স্বর্গ', মাত্র ৬ টাকা থেকে শুরু দাম! কিনলে ফ্রিতে পাবেন পরিচর্চার টিপস

Last Updated:
Balcony Gardening : এ যেন এক সবুজ স্বপ্নের ঠিকানা। চারা গাছ থেকে শুরু করে বনসাই সবই পেয়ে যাবেন এখানে। দাম শুরু ৬ টাকা থেকে।
advertisement
1/6
মাত্র ৬ টাকায় মিলবে গাছ, বর্ধমানের কার্জন গেট চত্ত্বরে গাছের মেলা! সঙ্গে ফ্রি টিপস
আপনি কি গাছ ভালবাসেন? এই শীতকালে ভাবছেন বাড়িতে একটি ছোট্ট ছাদ বাগান করার কথা? বা বারান্দাতেই লাগিয়ে ফেলতে পারেন বিভিন্ন ইন্ডোর প্লান্ট।তাহলে এই জায়গা হতে পারে আপনার জন্য আদর্শ। এ যেন এক সবুজ স্বপ্নের ঠিকানা। চারা গাছ থেকে শুরু করে বনসাই সবই পেয়ে যাবেন এখানে। আর শুধু গাছই না তার সাথে পেয়ে যাবেন গাছ পরিচর্যার বিভিন্ন জিনিস। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
advertisement
2/6
এখানে এলে মন জুড়িয়ে যাবে। ছোট্ট চারা গাছ থেকে শুরু করে মহীরুহের প্রতিচ্ছবি বনসাই, সবই পাবেন এখানে। আপনার বারান্দার কোণের জন্য যেমন মিলবে এক চিলতে সবুজের ছোঁয়া, তেমনই আপনার বাগানকে সাজিয়ে তোলার জন্য পেয়ে যাবেন অসংখ্য বিকল্প। ৬ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত গাছ পেয়ে যাবেন।
advertisement
3/6
বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে ও সেখান থেকে কোর্ট কম্পাউন্ডের দিকে মাত্র দুই মিনিট হাঁটলেই দেখতে পাবেন পরপর দোকান। যেখানে আপনি ছোট চারা গাছ থেকে শুরু করে বাগানের জন্য বড় গাছ সবই পাবেন। এমন কি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বনসাই গাছও।
advertisement
4/6
তবে শুধু জিনিয়া, পিটুনিয়া, গোলাপ, জবার মত ছোট বা বড়ো আম জাম ,লেবুর মত আউটডোরের গাছই নয়, পাবেন টেবিল কামিনী, ​স্পাইডার প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্টের মত বিভিন্ন রকমের ইন্ডোর গাছও। যা খুব সামান্য যত্নেই বেড়ে উঠতে পারে।
advertisement
5/6
আপনি যদি গাছ ভালোবাসেন, তবে আপনি এখানে যা চাইবেন তাই পাবেন। ছোট চারা গাছ শুরু মাত্র ৬ টাকা থেকে। বনসাই পাবেন ৯০০,১৫০০ টাকার পর্যন্ত। শুধু গাছই নয় গাছের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন গাছ পরিচর্যার জন্য বিভিন্ন জিনিসও। আবার এখান থেকেই জেনে নিতে পারবেন কোন গাছ কিভাবে পরিচর্যা করবেন।
advertisement
6/6
এক গাছ বিক্রেতা জানেন, শীতকালে বহু মানুষ ছাদ বাগান তৈরি করেন। তারা আমাদের দোকান থেকে গাছ নিলে কিভাবে ছাদ বাগান তৈরি করতে পারবেন সবটাই আমরা তাদের বলে দি। শীতকাল ছাড়াও সারা বছরই বহু গাছপ্রেমী মানুষ আসেন গাছ কিনতে। আবার কেউ কোন বিশেষ গাছের অর্ডার দিলে তাও আমরা এনে দেওয়ার চেষ্টা করি। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Balcony Gardening : বর্ধমানে রয়েছে গাছপ্রেমীদের 'স্বর্গ', মাত্র ৬ টাকা থেকে শুরু দাম! কিনলে ফ্রিতে পাবেন পরিচর্চার টিপস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল