সবার মুখে হাসি ফুটবে এই উদ্যোগে! দুঃস্থদের জন্য এবার বর্ধমানে 'বিনা পয়সার শপিং মল'! মিলছে শীতের পোশাক, দারুণ ব্যবস্থা!
- Reported by:Sayani Sarkar
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
দুঃস্থ মানুষদের জন্য বিনা পয়সার শপিংমল শুরু করলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এখান থেকে নিজের নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় নিতে পারবেন সকলে, দিতে হবে না কোন পয়সা।
advertisement
advertisement
advertisement
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, শীতে যাতে কোন প্রান্তিক মানুষ কষ্ট না পান সেই জন্যই বর্ধমান সদর প্যায়ারা নিউটেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই বিনা পয়সার শপিং মলের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব আমরা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)







