শীত পড়তেই বাড়ছে চাহিদা, পুরুলিয়ার ফলের বাজার যেন একটুকরো বিদেশ! বিক্রিবাটা ভালই
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শীতের হালকা কুয়াশা আর ঠাণ্ডা হাওয়ায় এখন পুরুলিয়ার বাজার যেন ফলের উৎসবে মেতে উঠেছে। ফলপ্রেমীদের ভিড়ে জমজমাট পুরুলিয়ার বাজার, আর শীতের স্বাদে যুক্ত হয়েছে বিদেশি ফলের রঙিন ছোঁয়া।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলাজুড়ে শীতের পরশ পড়তেই জেলার ফলের বাজারে লেগেছে রঙিন সাজ। বাজারের এক কোণ থেকে অন্য কোণ জুড়ে এখন নজর কাড়ছে কাশ্মীরের লাল টুকটুকে আপেল সহ নানা রকম বিদেশি ফলের সম্ভার। শুধু পুরুলিয়ায় নয়, রঘুনাথপুর শহরেও এখন চলছে ফলপ্রেমীদের ভিড়। শীত নামতেই বেড়ে গেছে এইসব ফলের চাহিদা, তুঙ্গে পৌঁছেছে বিক্রিও।
কাশ্মীরি আপেলের পাশাপাশি বাজারে মিলছে ড্রাগন ফল, পারসিমন, স্ট্রবেরি, টার্কি আঙুর সহ বিভিন্ন ধরনের বিদেশি ফল। সব মিলিয়ে এক অনন্য ফল উৎসবে যেন সেজে উঠেছে পুরুলিয়ার বাজারগুলো। বিক্রেতাদের মুখে হাসি, আর ক্রেতাদের উচ্ছ্বাস, দু’য়ের মেলবন্ধনে জমে উঠেছে শীতের ফলের বাজার।
advertisement
advertisement
ক্রেতাদের মতে, “শীত এলেই ফলের বাজারে এই বিশেষ রঙিন ফলগুলোর আকর্ষণ বেড়ে যায়। খেতেও যেমন সুস্বাদু, তেমনই দামও সাধ্যের মধ্যে। ফল খাওয়া স্বাস্থ্যের জন্য যেমন দরকারি, তেমনই এই বিদেশি ফলগুলোর আলাদা পুষ্টিগুণও আছে।” বিক্রেতারাও জানিয়েছেন, “বিদেশি ফল হলেও এগুলোর দাম একেবারেই সাধ্যের মধ্যে। আমরা সারা বছরই ফল বিক্রি করি, কিন্তু শীতকালেই এই বিদেশি ফলগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই প্রতি বছর শীত নামলেই বাড়িয়ে আনি বিদেশি ফলের সরবরাহ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতের হালকা কুয়াশা আর ঠাণ্ডা হাওয়ায় এখন পুরুলিয়ার বাজার যেন ফলের উৎসবে মেতে উঠেছে। ফলপ্রেমীদের ভিড়ে জমজমাট পুরুলিয়ার বাজার, আর শীতের স্বাদে যুক্ত হয়েছে বিদেশি ফলের রঙিন ছোঁয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Nov 11, 2025 9:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীত পড়তেই বাড়ছে চাহিদা, পুরুলিয়ার ফলের বাজার যেন একটুকরো বিদেশ! বিক্রিবাটা ভালই








