Nadia News: চাঁদিফাটা গরমেও মাথা থাকবে কুল কুল! পথচলতিদের জন্য অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
গরমে সাধারণ মানুষদের স্বস্তি দিতে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ
নদিয়া: তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের। জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে পথ চলতি মানুষকে দেওয়া হয় পানীয় জল ও ফল। তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে হাঁসফাঁস খাচ্ছে মানুষ, তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফে। স্বয়ং উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার। সঙ্গে ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক সিকদার।
পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে করছেন সচেতনতা। নদিয়ার মধ্যে এই প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন, এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা প্রসঙ্গে পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের করছেন সচেতনতা।
advertisement
advertisement
প্রতিদিন যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের বিষয়, এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা তীব্র আকার নিচ্ছে, অস্বস্তিতে পড়ছে সাধারণ মানুষ। উভয় ক্ষেত্রেই মানুষকে বোঝানো এবং সচেতন করায় তাদের মূল উদ্দেশ্য। অন্যদিকে ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকরা।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 02, 2025 8:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: চাঁদিফাটা গরমেও মাথা থাকবে কুল কুল! পথচলতিদের জন্য অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশের
