Latest News Live Updates: ফের কাঁপল রাজধানী! দিল্লি বিমানবন্দর সংলগ্ন র্যাডিসন হোটেলের কাছেই বিকট বিস্ফোরণের শব্দ হয় কিছুক্ষণ আগেই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও, সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর এলাকায় র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন, যানবাহন চলাচল বন্ধ। ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি যানবাহনে আগুন। ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। যদিও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, রাত ১২ঃ১৫ নাগাদ রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।
দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবিই। গাড়িতে উদ্ধার দেহাংশর সঙ্গে DNA ম্যাচ। উমরের মা-ভাইয়ের সঙ্গে DNA-র ১০০% মিল। দাঁত-হাড়-কাপড়ের টুকরোর সঙ্গে DNA ম্যাচ। এখনও পর্যন্ত ৯ জনের দেহ শনাক্ত। এদিকে, পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী। মঙ্গলবার, তার মা শামীমা বেগমকে তার দুই ছেলের সঙ্গে পুলওয়ামায় ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আই২০ গাড়ি বিক্রি এবং ক্রয়ের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উইকেন্ড পর্যন্ত জমিয়ে শীতের আমেজ। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা।
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাকে আগুন, যানবাহন চলাচল বন্ধ, ‘লকডাউন’ সামলাতে নামল সেনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। নাওডোবা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নেন। এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধের কারণে সকাল ছ’টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে আট’টার পর কিছু যানবাহন সেতু পারাপার হয়। তবে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে।

তথ্য এবং ছবিঃ প্রথম আলো।
ফের কাঁপল রাজধানী! দিল্লি বিমানবন্দর সংলগ্ন র্যাডিসন হোটেলের কাছেই বিকট বিস্ফোরণের শব্দ হয় কিছুক্ষণ আগেই। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। যদিও, সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির মহিপালপুর এলাকায় র্যাডিসন হোটেলের কাছে বিস্ফোরণের মতো শব্দের খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লির ফায়ার সার্ভিসের (ডিএফএস) কর্মকর্তাদের দাবি, এদিন সকাল ৯.১৮ মিনিটে একটি ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠান হয়। সূত্রের খবর, শব্দ শোনার পর একজন মহিলা পুলিশের খবর দেন, এরপরে পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। দিল্লি পুলিশের দল এলাকা ঘিরে ফেলে এবং বোমা ডিসপোজাল স্কোয়াডের এবং দমকল কর্মীদের সঙ্গে পরিদর্শন করে। চিরুনি তল্লাশির পর, কর্তৃপক্ষ জানিয়েছে হোটেলের আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

স্কুলের মধ্যেই সহপাঠীকে মারধর, মারধরের ছবি সিসিটিভি বন্দি। বুকে গুরুতর আঘাত নিয়ে অসুস্থ অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত একই ক্লাসের অন্য ৪ ছাত্র। অভিযোগ হাওড়ার বালিটিকুড়ি মুক্তারাম দে হাই স্কুলের এক ছাত্র কে প্রতিদিন মারধর ও উত্তক্ত করার অভিযোগ। প্রধান শিক্ষকের কাছে নালিশ করাতেই বারে অত্যচারের মাত্রা। মুখে ঘুসির পাশাপাশি বুকে লাথি মারা হয়, এরপর মেঝেতে পরে গেলেও চলে এলোপাথারি কিল-লাথি। সিসিটিভি ফুটেজে উঠে আসা ছবি কার্যত ভয়ঙ্কর। বুধবার স্কুলে চলাকালীন ঘটনায় আহত ছাত্রকে স্কুল থেকে নিয়ে যাওয়া হয় বালিটিকুড়ি ESI হাসাপাতলে, পরে বাড়িতেই চিকিৎসা চলছে আহত ছাত্রের। পাঁজরে গুরুতর আঘাত রয়েছে তার। স্কুলের মধ্যে এমন ঘটনা যা স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রদের স্কুলে আসতে বারণ করা হয়েছে, শুধুমাত্র পরীক্ষা দিতে আসবে ছাত্ররা, জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
ঢাকা ও ঢাকার বাইরে পাঁচটি যানবাহনে আগুন। ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। যদিও এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, রাত ১২ঃ১৫ নাগাদ রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটি পুড়ে যায়।
রাত পৌনে তিনটে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন আগুন নেভায়। রাত আড়াইটে নাগাদ টাঙ্গাইলের রাওয়াইলে একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে পিকআপটি পুড়ে যায়। আজ বৃহস্পতিবার বাংলাদেশে লকডাউন! এদিন, জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এদিন দুপুরে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
বিস্ফোরণের আগে ২০ লক্ষ টাকা জোগাড়! টাকা জোগাড় উমর-মুজাম্মি-আদিল-শাহিনের! পরে ২০ লক্ষ টাকা দেওয়া হয় উমরকে! ৩ লক্ষ টাকার NPK সার কিনেছিল উমর। এনপিকে সার দিয়ে IED তৈরির ছক ছিল। গুরুগ্রাম-নুহ থেকে NPK সার কেনে উমর। উমর-মুজাম্মিলের মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয়। ২-৪ জন সদস্য নিয়ে সিগনাল অ্যাপে গ্রুপ তৈরি করে উমর।
পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবী। মঙ্গলবার, তার মা শামীমা বেগমকে তার দুই ছেলের সঙ্গে পুলওয়ামায় ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আই২০ গাড়ি বিক্রি এবং ক্রয়ের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উমরের শ্যালিকা মুজামিল বলেন, পরিবারের কাছে এই তথ্য অবিশ্বাস্য। উমর শান্ত, অন্তর্মুখী, সবসময় পড়াশোনা এবং কাজের উপর মনোযোগ থাকত। সে যে সন্ত্রাসবাসদী কাজে এভাবে জুড়ে যাবে, ভাবতে পারিনি। তিনি আরও বলেন, উমর শেষবার প্রায় দুই মাস আগে কাশ্মীরে গিয়েছিলেন।

হাওড়ায় বাড়িতে দাউ দাউ আগুন। চ্যাটার্জি হাটের দোতলা বাড়িতে আগুন। আগুন ছড়ায় রাস্তার বিদ্যুতের তারে। ফাটতে থাকে বিদ্যুতের তার। বাড়িতে কেউ না থাকায় রক্ষা। দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান।
সোয়েটার-মাফলারে শীতের আমেজ। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে বাঁকুড়ায় কুয়াশা। শীতে কাঁপছে পুরুলিয়া, কয়েকদিন ধরেই পারদ ১৫ ডিগ্রিতে। বেলা বাড়তেই চড়ছে পারদ। সন্ধের পর ফের শীতের আমেজ। পশ্চিম মেদিনীপুরে শীতের আমেজ। পশ্চিম মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি। ডেবরা-সবং-পিংলায় ঠান্ডা আমেজ। বেলা বাড়লে বাড়ছে তাপমাত্রা।

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় বড় রহস্য উন্মোচন। দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবিই। গাড়িতে উদ্ধার দেহাংশর সঙ্গে ম্যাচ করে গেল DNA। উমরের মা-ভাইয়ের সঙ্গে DNA-র ১০০% মিল রয়েছে। দাঁত-হাড়-কাপড়ের টুকরোর সঙ্গে DNA ম্যাচ করে গিয়েছে। পরীক্ষায় নিশ্চিত, বিস্ফোরণের সময় প্রধান সন্দেহভাজন উমর সোমবার সন্ধ্যায় চাঁদনী চকের ১ নম্বর মেট্রো গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছিলেন।
হামলার আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের একটি মসজিদে ছিলেন। মসজিদ থেকে বেরিয়ে তিনি সোজা সুনেহরি মসজিদের পার্কিং লটে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তিনি ৩.১৯ নাগাদ আই-২০ পার্কিং করছিলেন। তাঁর মোবাইল ফোনের ডেটা এবং সিগন্যালের সমস্ত রেকর্ড তদন্তকারী সংস্থাগুলি পরীক্ষা করছে। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা ড. উমর নবী ফরিদাবাদের একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। ইতিমধ্যে হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে উদ্ধার হয়েছে উমর নবির দ্বিতীয় গাড়ি। লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটির খোঁজে বুধবার সকাল থেকেই অভিযান চালিয়েছিল পুলিশ। হরিয়ানার একটি বাড়ির সামনে থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে।

সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা। অবাধ পশ্চিমের শীতল হাওয়া বইছে। কোনও পশ্চিমী ঝঞ্ঝার বাধা নেই। বঙ্গোপসাগরে কোনও সিস্টেম নেই। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। শীতল পশ্চিমী হাওয়ায় রাজ্যের তাপমান নামল অনেকটাই। আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সকালের দিকে সামান্য কুয়াশা, ধোঁয়াশা। উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ। কলকাতায় সামান্য হলেও নামছে পারদ। রাতের তাপমাত্রা নামল ১ ডিগ্রি সেলসিয়াস। আজকেও ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই পারদ। কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ৩ ডিগ্রিরও বেশি নীচে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পর্যন্ত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রবিবার থেকে খুব সামান্য হলেও বাড়বে তাপমাত্রা।
