Latest News Live Updates: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের।
দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র নোটিস। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর পরিবারকে নোটিস পাঠান হয়। তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে মন্ত্রীর স্ত্রী, পুত্র, কন্যাকে এই নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ষড়যন্ত্রের আঁতুড়ঘর ১৩ নম্বর রুম! আল ফালার ১৭ নম্বর বিল্ডিংয়ের ১৩ নম্বর ঘর। আল ফালার ১৭ নম্বর বিল্ডিংয়ে ছেলেদের হস্টেল। ১৩ নম্বর ঘরে থাকত ধৃত মুজাম্মিল শাকিল। নাশকতার ছক ১৩ নম্বর রুমেই বলে অনুমান। ঘরে বসেই বিস্ফোরক তৈরির চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আনা হত রাসায়নিক! ঘর থেকে ডায়েরি-রাসায়নিক বাজেয়াপ্ত। উদ্ধার পেনড্রাইভ-সহ ডিজিটাল সরঞ্জাম।
উইকেন্ড পর্যন্ত জমিয়ে শীতের আমেজ। কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের ২-৪ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা।
দিল্লির লাল কেল্লার সামনে বিস্ফোরণের পর থেকেই এখন সংবাদ শিরোনামে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি NAAC। দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা। রহস্যের সব পথ গিয়ে এখন মিশেছে হরিয়ানার ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের ঠিকুজি কোষ্ঠী এখন তদন্তকারীদের নজরে।
দিল্লি বিস্ফোরণকাণ্ডে আটক আরও ১। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দীনেশ সিংলা ওরফে ডাব্বু শিকারাইয়া। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ও তদন্তকারী সংস্থা। হরিয়ানার নুহ থেকে আটক করা হয় তাকে। ‘নুহ থেকে প্রায় ৩ লক্ষ টাকার সার কেনা হয়েছিল। মুজাম্মিল ও তার সহযোগীরা ৩ লক্ষ টাকার সার কেনে।
নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য নদীয়ার কল্যানী থানার গয়েশপুরে। গয়েশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গতকাল দুপুরবেলায় অনিতা পাল আর পাঁচটা দিনের মতনই বাগানে গিয়েছিলেন কাট কুড়াতে। এরপর দীর্ঘ ক্ষণ ধরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোক খোঁজাখুঁজি করে না পেয়ে গয়েশপুর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করে। আজ সকালে ফের একবার খোঁজাখুঁজি করলে তার দেহ উদ্ধার হয়। বাড়ি থেকে কিছুটা দূরে জলাশয় থেকে দেহ উদ্ধার হয়। গয়েশপুর ফাঁড়ির পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের। এই রায়ের ফলে হাইকোর্টে জিতলেন শুভেন্দু অধিকারী ও বিধায়ক অম্বিকা রায়। তাঁরাই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। দলবিরোধী কাজের দায়ে দেশের ইতিহাসে প্রথম কোনও বিধায়কের পদ খারিজ করল আদালত। মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার সিদ্ধান্তও ত্রুটিযুক্ত, তাই এদিনের রায়ে তাও খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বার রশিদির ডিভিশন বেঞ্চ।

আরও এক জঙ্গির গাড়ির খোঁজ! আল ফালাহ্-র ক্যাম্পাসে জঙ্গি শাহিনের গাড়ি। জঙ্গি ডাক্তার শাহিনের নামে গাড়ির রেজিস্ট্রেশন। জইশের হয়ে মহিলা জঙ্গি নিয়োগের দায়িত্বে শাহিন।
হরিয়ানার ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ২ দিন পরেই হরিয়ানার রোহতকের গাড়িতে মিলল ১ কোটি টাকা। কোথায় যাচ্ছিল অত টাকা? গাড়িতে থাকা ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরপর ২ দিন হরিয়ানা থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক। হরিয়ানার সেক্টর ৫৬ থেকে ৬০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সেখান থেকেও ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি বিস্ফোরণের তদন্তভার দেওয়া হয়েছে NIA-কে।
ঢাকার বাইরে ৭ জেলায় বাসে, ট্রাকে, পিকআপভ্যানে, রেলপথে ও জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড। ৭ জেলায় আগুন ধরিয়ে বা গাছ ফেলে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ। ৪ জেলায় যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীরা দুর্ভোগ চরমে। তিন জেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ছাড়া শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে নাশকতার চেষ্টা ও নাশকতায় জড়িত অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে।

তথ্য ও ছবিঃ প্রথম আলো।
দমকলমন্ত্রী সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যাকে ED-র নোটিস। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ED দফতরে তলবের নোটিস পাঠান হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর পরিবারকে নোটিস পাঠান হয়। তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে মন্ত্রীর স্ত্রী, পুত্র, কন্যাকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ষড়যন্ত্রের আঁতুড়ঘর ১৩ নম্বর রুম! আল ফালার ১৭ নম্বর বিল্ডিংয়ের ১৩ নম্বর ঘর। আল ফালার ১৭ নম্বর বিল্ডিংয়ে ছেলেদের হস্টেল। ১৩ নম্বর ঘরে থাকত ধৃত মুজাম্মিল শাকিল। নাশকতার ছক ১৩ নম্বর রুমেই বলে অনুমান। ঘরে বসেই বিস্ফোরক তৈরির চেষ্টা। বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে আনা হত রাসায়নিক! ঘর থেকে ডায়েরি-রাসায়নিক বাজেয়াপ্ত। উদ্ধার পেনড্রাইভ-সহ ডিজিটাল সরঞ্জাম। ইতিমধ্যেই সিল করা হয়েছে ১৩ নম্বর রুম। দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে মাস্টারমাইন্ড চিকিৎসক উমর নবির। ৪ শহরে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের! দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। ৪ শহরে বিস্ফোরণের দায়িত্বে ছিল ৮ জঙ্গি! ২ জন করে চার দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক! প্রতি দলের কাছে IED রাখার কথা ছিল। অন্যদিকে, বিস্ফোরণের আগে ২০ লক্ষ টাকা জোগাড়! টাকা জোগাড় উমর-মুজাম্মি-আদিল-শাহিনের! পরে ২০ লক্ষ টাকা দেওয়া হয় উমরকে! ৩ লক্ষ টাকার NPK সার কিনেছিল উমর। এনপিকে সার দিয়ে IED তৈরির ছক ছিল। গুরুগ্রাম-নুহ থেকে NPK সার কেনে উমর। উমর-মুজাম্মিলের মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয়। ২-৪ জন সদস্য নিয়ে সিগনাল অ্যাপে গ্রুপ তৈরি করে উমর।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা আগামী সোমবার, ১৭ নভেম্বর। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই অভিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তথ্য ও ছবিঃ প্রথম আলো।
রাজধানীর মীরপুর-১৪ নম্বর সেকশন থেকে আজ বৃহস্পতিবার দুটি ককটেল-সহ এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম নাঈম (২২)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে এগারো’টা নাগাদ মীরপুর-১৪ নম্বর থেকে নাঈমকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুটি ককটেল বাজেয়াপ্ত করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, নাঈম আওয়ামী লীগের কর্মী। তিনি নাশকতা ঘটাতে ককটেল বহন করছিলেন। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

৪ শহরে বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের! দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। ৪ শহরে বিস্ফোরণের দায়িত্বে ছিল ৮ জঙ্গি! ২ জন করে চার দলে ভাগ হয়ে বিস্ফোরণের ছক! প্রতি দলের কাছে IED রাখার কথা ছিল। অন্যদিকে, বিস্ফোরণের জন্য তৈরি ছিল চারটি গাড়ি। সোমবার দিল্লিতে i20 গাড়িতে বিস্ফোরণ। গতকাল খন্ডওয়ালিতে উদ্ধার হয় লাল ইকো স্পোর্টস একটি গাড়ি, আরও দুটো পুরোনো গাড়িও তৈরি ছিল। আরও দুটি গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। দিল্লি বিস্ফোরণে লালগাড়ি যোগে আটক ১, গাড়িটি আটক উমর নবির আত্মীয় ফাহিমের বলে দাবি। ফরিদাবাদে খাণ্ডাওয়ালিতে ইকো স্পোর্ট পার্ক করে ফাহিম। গাড়ি থেকে একটা ফাইল ও কিছু কাগজ উদ্ধার। লাল কেল্লার কাছে i20-তে বিস্ফোরণ।
কাল শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ভারত কি বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারবে? ম্যাচের আগের দিন কী বলছেন শুভমন এবং প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা?

এবার বিহারে সরকার বদল? কী বলছে জনতা? হাড্ডাহাড্ডি লড়াইয়ে তেজস্বী-নীতিশ…



