আরও পড়ুনঃ জোটেনি মদ খাওয়ার টাকা, ১০০ টাকার জন্য মায়ের সঙ্গে যা করল ছেলে, শুনলে শিউরে উঠবেন
ঘটনাটি ঘটে জয়নগরের রথতলা রেলগেট এলাকায়। এর জেরে স্কুলে ও পরিবারে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে, রাকিবা জয়নগর ইন্সটিউটশান ফর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এদিন বেলায় অন্য দুই পড়ুয়ার সঙ্গে কথা বলতে বলতে লাইন পারাপার করছিল রাবিকা। সেই সময় তাঁর মোবাইলে ফোন আসে। ততক্ষণে অন্য দুই পড়ুয়া লাইন পার হয়ে চলে গিয়েছে। রাবিকা মোবাইলে কথা বলার আচমকা দ্রত গতিতে ১০-৪০ এর ডাউন লক্ষীকান্তপুর লোকাল এসে যায়।
advertisement
এক ধাক্কায় ছিটকে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাঁর অকাল মৃত্যুর খবর স্কুলে আসতেই স্কুল ছুটি হয়ে যায়। রেললাইন পারাপারের সময় ফোনে কথা বলা কতটা বিপজ্জনক। রেল পুলিশ সূত্রে বলা হয়েছে, জনগণকে বার বার এ বিষয়ে সচেতন করা হয়। বিভিন্ন স্টেশনে দিনভর মাইকে ঘোষণা করা হয়। তারপরও তাঁরা সচেতন হননি। এতটুকু হুঁশ নেই, যে কারণে তাঁকে প্রাণ দিতে হল। যার পরিণাম, অকালেই চলে গেল প্রাণ।






