TRENDING:

Indian Railways: মোবাইল কেড়ে নিল ষষ্ঠ শ্রেণী ছাত্রীর প্রাণ! জয়নগরে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল ফুটফুটে কিশোরী

Last Updated:

Indian Railways: মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পেরচ্ছিলেন এক স্কুল ছাত্রী। ট্রেনের শব্দ কানে যায়নি। ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই গেল। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ওই ছাত্রী। জয়নগর স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, সুমন সাহা: মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পেরচ্ছিলেন এক স্কুল ছাত্রী। ট্রেনের শব্দ কানে যায়নি। ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই গেল। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ওই ছাত্রী। জয়নগর স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন পারাপার করতে গিয়ে ডাউন লক্ষীকান্তপুর লোকালের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। মৃতের নাম রাকিবা মণ্ডল(১০)। ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রতিকি ছবি
প্রতিকি ছবি
advertisement

আরও পড়ুনঃ জোটেনি মদ খাওয়ার টাকা, ১০০ টাকার জন্য মায়ের সঙ্গে যা করল ছেলে, শুনলে শিউরে উঠবেন

ঘটনাটি ঘটে  জয়নগরের রথতলা রেলগেট এলাকায়। এর জেরে স্কুলে ও পরিবারে শোকের ছায়া নেমেছে। জানা গিয়েছে, রাকিবা জয়নগর ইন্সটিউটশান ফর গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। এদিন বেলায় অন্য দুই পড়ুয়ার সঙ্গে কথা বলতে বলতে লাইন পারাপার করছিল রাবিকা। সেই সময় তাঁর মোবাইলে ফোন আসে। ততক্ষণে অন্য দুই পড়ুয়া লাইন পার হয়ে চলে গিয়েছে। রাবিকা মোবাইলে কথা বলার আচমকা দ্রত গতিতে ১০-৪০ এর ডাউন লক্ষীকান্তপুর লোকাল এসে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের দুপুরে একটু রোমাঞ্চ আর ইতিহাসের গন্ধ একসঙ্গে পেতে চান? ঘুরে আসুন 'এই' জায়গায়
আরও দেখুন

এক ধাক্কায় ছিটকে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। তাঁর অকাল মৃত্যুর খবর স্কুলে আসতেই স্কুল ছুটি হয়ে যায়। রেললাইন পারাপারের সময় ফোনে কথা বলা কতটা বিপজ্জনক। রেল পুলিশ সূত্রে বলা হয়েছে, জনগণকে বার বার এ বিষয়ে সচেতন করা হয়। বিভিন্ন স্টেশনে দিনভর মাইকে ঘোষণা করা হয়। তারপরও তাঁরা সচেতন হননি।  এতটুকু হুঁশ নেই, যে কারণে তাঁকে প্রাণ দিতে হল। যার পরিণাম, অকালেই চলে গেল প্রাণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: মোবাইল কেড়ে নিল ষষ্ঠ শ্রেণী ছাত্রীর প্রাণ! জয়নগরে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল ফুটফুটে কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল