Accident News: রুদ্ধশ্বাস গতিতে ছুটছে বাইক, স্কুটির সঙ্গে সজোরে ধাক্কা! কাটোয়ায় রক্তে ভাসল রাজ্য সড়ক, মৃত ১, গুরুতর জখম ২

Last Updated:

East Bardhaman Accident News: ফের বেপরোয়া গতির বলি এক যুবক। কালনা কাটোয়া STKK সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের। আহত ২। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর পারুলডাঙ্গার কাছে।

কালনা মহকুমা হাসপাতাল
কালনা মহকুমা হাসপাতাল
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: ফের বেপরোয়া গতির বলি এক যুবক। দ্রুত গতিতে বাইক ছুটিয়ে যাওয়ার পথে কালনা কাটোয়া STKK সড়কে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় প্রাণ গেল একজনের। আহত ২। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর পারুলডাঙ্গার কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিধান বিশ্বাস। তার বাড়ি মানিকনগর এলাকায়। বাকি দুই আহতরা হলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল। তাদের বাড়ি খরিনান এলাকায়।
advertisement
advertisement
ভেঙে গুঁড়িয়ে গিয়েছে স্কুটি
ভেঙে গুঁড়িয়ে গিয়েছে স্কুটি
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাইকে চেপে আসছিলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল। তাদের বাইকের গতি ছিল তীব্র। অপরদিক থেকে স্কুটি নিয়ে আসছিলেন বিধান বিশ্বাস। পারুলডাঙ্গার কাছে বাইক এবং স্কুটির মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর জখম হন।
advertisement
আরও পড়ুনঃ ঋতুস্রাবের সময়ে পরিচ্ছন্নতা না মানলে হতে পারে জটিল সংক্রমণ! স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুন্দরবনে মহিলাদের নিয়ে সচেতনতা কর্মসূচি
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। কিন্তু চিকিৎসকরা বিধান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কালনা থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident News: রুদ্ধশ্বাস গতিতে ছুটছে বাইক, স্কুটির সঙ্গে সজোরে ধাক্কা! কাটোয়ায় রক্তে ভাসল রাজ্য সড়ক, মৃত ১, গুরুতর জখম ২
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement