Menstrual Hygiene: ঋতুস্রাবের সময়ে পরিচ্ছন্নতা না মানলে হতে পারে জটিল সংক্রমণ! স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুন্দরবনে মহিলাদের নিয়ে সচেতনতা কর্মসূচি

Last Updated:
North 24 Parganas News: সুন্দরবন এলাকার কোটাবাড়ি ও আমবেড়িয়া অঞ্চলে আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্বেচ্ছাসেবী সংস্থার বিশেষ উদ্যোগ। মহিলাদের জানানো হল, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্নতা কতটা জরুরি।
1/6
উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার কোটাবাড়ি ও আমবেড়িয়া অঞ্চলে আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালার আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা সন্দেশখালী মা সারদা উইমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের এই শিবিরে উপস্থিত মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়। বিশেষ করে ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্ন থাকার বিষয়ে আলোকপাত করা হয়। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার কোটাবাড়ি ও আমবেড়িয়া অঞ্চলে আদিবাসী মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এক বিশেষ কর্মশালার আয়োজন করল স্বেচ্ছাসেবী সংস্থা সন্দেশখালী মা সারদা উইমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের এই শিবিরে উপস্থিত মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে বিশদে আলোচনা করা হয়। বিশেষ করে ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্ন থাকার বিষয়ে আলোকপাত করা হয়। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
2/6
প্রথমে স্বাস্থ্যকর্মীরা মহিলাদের বোঝান, ঋতুস্রাবের সময় সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা শরীরের সুস্থতার পক্ষে কতটা জরুরি। সহজ ভাষায় তুলে ধরা হয়, কীভাবে পরিচ্ছন্নতা না থাকলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং কীভাবে দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন এনে এই সমস্যা এড়ানো যায়।
প্রথমে স্বাস্থ্যকর্মীরা মহিলাদের বোঝান, ঋতুস্রাবের সময় সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখা শরীরের সুস্থতার পক্ষে কতটা জরুরি। সহজ ভাষায় তুলে ধরা হয়, কীভাবে পরিচ্ছন্নতা না থাকলে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে এবং কীভাবে দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন এনে এই সমস্যা এড়ানো যায়।
advertisement
3/6
স্বাস্থ্য সচেতনতার এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০ জন আদিবাসী মায়ের হাতে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী হওয়ায় এই ন্যাপকিনগুলি তাদের নিয়মিত ব্যবহারে বিশেষভাবে উপযোগী হবে বলে জানানো হয়।
স্বাস্থ্য সচেতনতার এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০ জন আদিবাসী মায়ের হাতে পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়। পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী হওয়ায় এই ন্যাপকিনগুলি তাদের নিয়মিত ব্যবহারে বিশেষভাবে উপযোগী হবে বলে জানানো হয়।
advertisement
4/6
এর পাশাপাশি শিশুদের শিক্ষার দিকেও বিশেষ নজর দেয় সংস্থাটি। শিবিরের মধ্যেই ১০০ জন আদিবাসী শিশুর হাতে খাতা, রং এবং পেনসিল তুলে দেওয়া হয়। ফলে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি শিক্ষার গুরুত্বও সমানভাবে তুলে ধরা হয়।
এর পাশাপাশি শিশুদের শিক্ষার দিকেও বিশেষ নজর দেয় সংস্থাটি। শিবিরের মধ্যেই ১০০ জন আদিবাসী শিশুর হাতে খাতা, রং এবং পেনসিল তুলে দেওয়া হয়। ফলে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি শিক্ষার গুরুত্বও সমানভাবে তুলে ধরা হয়।
advertisement
5/6
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এবং হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী। তাঁরা এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল এবং হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী। তাঁরা এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
advertisement
6/6
সংস্থার সেক্রেটারি শুভাশীষ মন্ডল জানান, আদিবাসী মহিলাদের মধ্যে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এখনও অনেক কম। সেই কারণেই তাদের কাছে পৌঁছে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সুন্দরবন অঞ্চলের সমস্ত আদিবাসী মায়েদের কাছে এই সচেতনতা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।
সংস্থার সেক্রেটারি শুভাশীষ মন্ডল জানান, আদিবাসী মহিলাদের মধ্যে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এখনও অনেক কম। সেই কারণেই তাদের কাছে পৌঁছে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সুন্দরবন অঞ্চলের সমস্ত আদিবাসী মায়েদের কাছে এই সচেতনতা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement