TRENDING:

Kenduli Mela: পৌষ সংক্রান্তিতে হবে জয়দেব-কেঁদুলি মেলা! মূল আকর্ষণ অজয়ের তীরে বেনারসের আদলে সন্ধ্যারতি!

Last Updated:
Kenduli Mela: ১৩-১৭ জানুয়ারি জমবে হাজারো মানুষের মিলনমেলা, জয়দেবে কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন
advertisement
1/5
পৌষ সংক্রান্তিতে হবে জয়দেব-কেঁদুলি মেলা! মূল আকর্ষণ অজয়ের তীরে বেনারসের আদলে সন্ধ্যারতি!
সুদীপ্ত গড়াই, ইলামবাজার, বীরভূম: পৌষ সংক্রান্তি উপলক্ষে এ বছরও বীরভূমের জয়দেব-কেঁদুলিতে আয়োজিত হবে ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা। প্রতি বছরের মত লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হবে অজয় নদে মকরস্নান ও মেলা দর্শনের উদ্দেশে। এ বার মেলা হবে ১৩ থেকে ১৭ জানুয়ারি, একদিন বাড়িয়ে পাঁচ দিনের আয়োজন।
advertisement
2/5
জয়দেব বাউল একাডেমির একতারা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার আমনদীপ সিংসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। বৈঠকে মেলার সময়সীমা ও আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
অজয় নদীর স্নানঘাটে উন্নত পরিকাঠামো, পানীয় জল, আলো, অস্থায়ী শৌচালয় এসবের উপর জোর দেওয়া হচ্ছে। তিন বছর পর স্টল ভাড়া কিছুটা বাড়ানো হবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩০০-র বেশি আখড়া এবং ৩০০টি স্টল বরাদ্দ থাকবে। অফলাইন স্টল বুকিং হলেও এর জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করা হবে। মেলার খরচ মেটানো হবে স্টল ভাড়া ও পার্কিংয়ের আয় থেকে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
মেলার দিনগুলিতে বাউল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এ বার নতুন সংযোজন কবি জয়দেব স্মারক বক্তৃতা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, প্লাস্টিক-মুক্ত মেলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং অজয় নদীর ধারে বেনারসের আদলে সন্ধ্যা আরতি হবে বিশেষ আকর্ষণ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
জেলা পুলিশ জানিয়েছে, মেলা ঘিরে প্রতি বছরের মত এবারও কড়া নিরাপত্তা থাকবে। বাইরে থেকেও অতিরিক্ত বাহিনী আনা হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ টিম মোতায়েন থাকবে। নিরাপত্তা, পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উদ্যোগ মিলিয়ে আরও সুশৃঙ্খল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এ বছরের জয়দেব-কেঁদুলি মেলা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kenduli Mela: পৌষ সংক্রান্তিতে হবে জয়দেব-কেঁদুলি মেলা! মূল আকর্ষণ অজয়ের তীরে বেনারসের আদলে সন্ধ্যারতি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল