Nabadwip Shrivas Angan: ভক্তি-মাহাত্ম্য-ঐতিহ্য মিলেমিশে একাকার, নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর রোপণ করা কুলগাছ দর্শন অগণিত ভক্তের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Shrivas Angan:বর্তমানে মূল গাছটির একটি মোটা গুঁড়ি আজও রয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেই গুঁড়ির পাশ থেকেই একটি নতুন চারা জন্ম নিয়েছে, যা আজও সবুজ-শ্যামল হয়ে মহাপ্রভুর ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে।
advertisement
1/6

নদিয়ার নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মন্দিরে আজও অক্ষত রয়েছে শ্রীচৈতন্যদেবের লাগানো প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কুল গাছ। মন্দিরটিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পবিত্র স্থান দর্শন করতে এবং মহাপ্রভুর স্মৃতিবিজড়িত কুল গাছটি একঝলক দেখার জন্য। সেই কারণে গাছটির চারিপাশে মন্দির কর্তৃপক্ষ থেকেই সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে।
advertisement
3/6
বর্তমানে মূল গাছটির একটি মোটা গুঁড়ি আজও রয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেই গুঁড়ির পাশ থেকেই একটি নতুন চারা জন্ম নিয়েছে, যা আজও সবুজ-শ্যামল হয়ে মহাপ্রভুর ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে।
advertisement
4/6
ভক্তদের বিশ্বাস, এই নতুন চারাই শ্রীচৈতন্যদেবের আশীর্বাদের প্রতীক। গাছটির চারপাশে সিমেন্ট দিয়ে ঘেরা একটি বৃত্ত তৈরি করা হয়েছে, যাতে ঐতিহাসিক এই সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।
advertisement
5/6
বেষ্টনীর ওপর উল্লেখ করা আছে কুল গাছটির বয়স, ইতিহাস এবং শ্রীচৈতন্যদেবের সঙ্গে এর যোগসূত্র। মন্দিরে আগত দর্শনার্থীরা এই লেখাগুলি পড়ে মহাপ্রভুর জীবনের নানা স্মৃতি সম্পর্কে অবগত হন।
advertisement
6/6
শ্রীবাস অঙ্গনের মন্দির কর্তৃপক্ষ জানান, “এটি শুধু একটি গাছ নয়, ভক্তদের কাছে এটি বিশ্বাস ও ভক্তির প্রাণ। পাঁচশো বছর পরেও এই গাছের নতুন জন্ম আজও মানুষের মনে আধ্যাত্মিকতার অনির্বাণ শিখা জ্বালিয়ে রাখে।”
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nabadwip Shrivas Angan: ভক্তি-মাহাত্ম্য-ঐতিহ্য মিলেমিশে একাকার, নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর রোপণ করা কুলগাছ দর্শন অগণিত ভক্তের