TRENDING:

West Medinipur Tourism: শীতের দুপুরে একটু রোমাঞ্চ আর ইতিহাসের গন্ধ একসঙ্গে পেতে চান? একবার ঘুরে আসুন 'এই' জায়গায়

Last Updated:

এই চাঁইপাট হাটতলার আশপাশেই ছড়িয়ে রয়েছে বহু পুরোনো স্থাপনা ভাঙাচোরা শিবালয়, সমাধি-সদৃশ কাঠামো, প্রাচীন দেউল এবং জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া কয়েকটি মন্দিরের ধ্বংসাবশেষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর: বাদুড়ের স্বর্গরাজ্য প্রাণীটির নামই নামকরণ এই জায়গাটি! শীতের দুপুরে যদি একটু রোমাঞ্চ আর ইতিহাসের গন্ধ একসঙ্গে পেতে চান, তাহলে একবার ঘুরে আসতে পারেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সুলতাননগর ও চাঁইপাট হাটতলা এলাকা। ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে দাসপুরে পৌঁছলেই মিলবে বাস, টোটো কিংবা ট্রেকার গন্তব্য গোপীগঞ্জ সড়ক ধরে চাঁইপাট হাটতলা। এই চাঁইপাট হাটতলার আশপাশেই ছড়িয়ে রয়েছে বহু পুরোনো স্থাপনা ভাঙাচোরা শিবালয়, সমাধি-সদৃশ কাঠামো, প্রাচীন দেউল এবং জঙ্গলের মাঝে হারিয়ে যাওয়া কয়েকটি মন্দিরের ধ্বংসাবশেষ।
advertisement

স্থানীয় ইতিহাস গবেষকদের মতে, এগুলোর বেশিরভাগই বহু শতক আগের স্থাপনা, যেগুলো সময়ের আঘাতে আজ ভগ্নদশায়। এখানে আসার সঙ্গে সঙ্গেই নজরে পড়বে বিশাল এক বটগাছ যার বয়স প্রায় দুশো বছর বলে মনে করেন স্থানীয় প্রবীণরা। এই বিশাল বটগাছে ঝুলে থাকে হাজারের মত বাদুড়, যার জন্যই জায়গাটি এখন পরিচিত “বাদুড় বাগান” নামে। প্রকৃতি ও জীববৈচিত্র্যে ভরপুর এই অঞ্চল ইতিমধ্যেই স্থানীয়দের কাছে একটি আকর্ষণীয় ল্যান্ডস্কেপ। চাঁইপাট হাটতলার এই বাদুড়বাগান শুধু প্রকৃতির জন্য নয়, আশপাশের ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিশেষ পরিচিত। অঞ্চলজুড়ে আজও ছড়িয়ে রয়েছে সপ্তরথ শৈলীর একটি পশ্চিমমুখী শিব দেউল যার ভিতরে একাধিক শিবলিঙ্গ রয়েছে। আরও রয়েছে প্রাচীন ইট পাথরের ভগ্নস্তূপ, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যায় এগুলো একসময় সুগঠিত স্থাপনা ছিল। ইতিহাস গবেষকেরা মনে করেন এখানে মধ্যযুগীয় স্থাপনার ছাপ স্পষ্ট।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এই বটগাছের মাথায় ঘন বাদুড়ের বাসস্থান এলাকাকে আলাদা গুরুত্ব দিয়েছে। পরিবেশবিদদের মতে এ রকম বৃহৎ বাদুড় কলোনি গ্রামীণ পশ্চিম মেদিনীপুরে এখন খুবই বিরল। তাই স্থানীয়দের অনেকেই চান এলাকাটিকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হোক। এই অঞ্চলকে ঐতিহ্যের মানচিত্রে আরও স্পষ্ট করে রেখেছে চাঁইপাট হাটতলার বিশালাক্ষী মন্দির। প্রাচীন নথি অনুযায়ী, বর্ধমান রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় ১৫০৪ খ্রিস্টাব্দে প্রথম দক্ষিণমুখী মন্দিরটির প্রতিষ্ঠা হয়। পরে সময়ের সঙ্গে সেটি ক্ষয়ে গেলে ১৯৭১ সালের তিনেই মার্চ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতি শংকরপ্রসাদ মিত্র।

advertisement

আরও পড়ুনHirak Rajar Deshe Shooting: শুটিং হয়েছিল ‘হীরক রাজার দেশে’ সিনেমার, স্মৃতি চারণ করতে গল্পের চরিত্র ঘিরে কটেজের নামকরণ

পরবর্তীকালে জয়পুর থেকে আনা শ্বেতপাথর দিয়ে কুমোরটুলির শিল্পীরা নতুন মূর্তি খোদাই করেন। এই আধুনিক স্থাপত্য ও পুরোনো কাঠামোর মিশ্রণে বিশালাক্ষী মন্দির এখন চাঁইপাটের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের দাবি চাঁইপাট হাটতলার এই দুটি বড় ঐতিহ্য বিশালাক্ষী মন্দির এবং বাদুড়বাগানের ইতিহাস, প্রকৃতি ও স্থাপত্য সবই সংরক্ষণের দাবি রাখে। ভগ্নপ্রায় প্রাচীন দেউল ও ধ্বংসাবশেষগুলির সংস্কারের দাবিও ক্রমশ জোরাল হচ্ছে। স্থানীয়দের মতে সংরক্ষণ ব্যবস্থা নেওয়া গেলে শুধু ঐতিহ্যই রক্ষা পাবে না, এলাকাটি ভবিষ্যতে পর্যটনের সম্ভাবনাও তৈরি করবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরের প্রথম দিনে উৎসবের রঙে শিলিগুড়ি, পর্যটকদের ভিড়ে জমজমাট বেঙ্গল সাফারি পার্ক
আরও দেখুন

মিজানুর রহমান

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur Tourism: শীতের দুপুরে একটু রোমাঞ্চ আর ইতিহাসের গন্ধ একসঙ্গে পেতে চান? একবার ঘুরে আসুন 'এই' জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল