Hirak Rajar Deshe Shooting: শুটিং হয়েছিল 'হীরক রাজার দেশে' সিনেমার, স্মৃতি চারণ করতে গল্পের চরিত্র ঘিরে কটেজের নামকরণ
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Purulia News: এভাবেই জয়চণ্ডী পাহাড় আজও বহন করে চলেছে স্মৃতি, সংস্কৃতি আর শিল্পের এক অপরূপ মেলবন্ধন। সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘হীরক রাজার দেশে’র স্মৃতি আজও যেন এই পাহাড়ের প্রতিটি কোণায় দীপ্ত হয়ে রয়েছে।
advertisement
গুপী-বাঘার দুঃসাহসিক অভিযান থেকে হীরকের দরবার, গীতাঞ্জলির কাব্যমাধুর্য থেকে সোনার কেল্লার রহস্য, সব মিলিয়ে কটেজগুলোর নাম যেন বাংলার সংস্কৃতি ও সিনেমার এক রঙিন পল্লব। এই অভিনব নামকরণ শুধু কটেজগুলোর সৌন্দর্যই বাড়ায়নি, পর্যটকদের অভিজ্ঞতাকেও করেছে। আরও সমৃদ্ধ ও স্মরণীয়, যেন প্রকৃতির কোলে থেকেও তাঁরা অনুভব করতে পারেন বাংলার সাংস্কৃতিক চেতনায় জড়ান এক অনন্য যাত্রা।
advertisement
advertisement
advertisement







