Nabadwip Shrivas Angan: ভক্তি-মাহাত্ম্য-ঐতিহ্য মিলেমিশে একাকার, নবদ্বীপের শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুর রোপণ করা কুলগাছ দর্শন অগণিত ভক্তের

Last Updated:
Nabadwip Shrivas Angan:বর্তমানে মূল গাছটির একটি মোটা গুঁড়ি আজও রয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেই গুঁড়ির পাশ থেকেই একটি নতুন চারা জন্ম নিয়েছে, যা আজও সবুজ-শ্যামল হয়ে মহাপ্রভুর ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে।
1/6
নদিয়ার নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মন্দিরে আজও অক্ষত রয়েছে শ্রীচৈতন্যদেবের লাগানো প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কুল গাছ। মন্দিরটিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার নবদ্বীপে শ্রীবাস অঙ্গন মন্দিরে আজও অক্ষত রয়েছে শ্রীচৈতন্যদেবের লাগানো প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কুল গাছ। মন্দিরটিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পবিত্র স্থান দর্শন করতে এবং মহাপ্রভুর স্মৃতিবিজড়িত কুল গাছটি একঝলক দেখার জন্য। সেই কারণে গাছটির চারিপাশে মন্দির কর্তৃপক্ষ থেকেই সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে।
প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন এই পবিত্র স্থান দর্শন করতে এবং মহাপ্রভুর স্মৃতিবিজড়িত কুল গাছটি একঝলক দেখার জন্য। সেই কারণে গাছটির চারিপাশে মন্দির কর্তৃপক্ষ থেকেই সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে।
advertisement
3/6
বর্তমানে মূল গাছটির একটি মোটা গুঁড়ি আজও রয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেই গুঁড়ির পাশ থেকেই একটি নতুন চারা জন্ম নিয়েছে, যা আজও সবুজ-শ্যামল হয়ে মহাপ্রভুর ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে।
বর্তমানে মূল গাছটির একটি মোটা গুঁড়ি আজও রয়ে গিয়েছে তবে আশ্চর্যজনকভাবে সেই গুঁড়ির পাশ থেকেই একটি নতুন চারা জন্ম নিয়েছে, যা আজও সবুজ-শ্যামল হয়ে মহাপ্রভুর ঐতিহ্যকে ধারণ করে দাঁড়িয়ে আছে।
advertisement
4/6
ভক্তদের বিশ্বাস, এই নতুন চারাই শ্রীচৈতন্যদেবের আশীর্বাদের প্রতীক। গাছটির চারপাশে সিমেন্ট দিয়ে ঘেরা একটি বৃত্ত তৈরি করা হয়েছে, যাতে ঐতিহাসিক এই সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।
ভক্তদের বিশ্বাস, এই নতুন চারাই শ্রীচৈতন্যদেবের আশীর্বাদের প্রতীক। গাছটির চারপাশে সিমেন্ট দিয়ে ঘেরা একটি বৃত্ত তৈরি করা হয়েছে, যাতে ঐতিহাসিক এই সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়।
advertisement
5/6
বেষ্টনীর ওপর উল্লেখ করা আছে কুল গাছটির বয়স, ইতিহাস এবং শ্রীচৈতন্যদেবের সঙ্গে এর যোগসূত্র। মন্দিরে আগত দর্শনার্থীরা এই লেখাগুলি পড়ে মহাপ্রভুর জীবনের নানা স্মৃতি সম্পর্কে অবগত হন।
বেষ্টনীর ওপর উল্লেখ করা আছে কুল গাছটির বয়স, ইতিহাস এবং শ্রীচৈতন্যদেবের সঙ্গে এর যোগসূত্র। মন্দিরে আগত দর্শনার্থীরা এই লেখাগুলি পড়ে মহাপ্রভুর জীবনের নানা স্মৃতি সম্পর্কে অবগত হন।
advertisement
6/6
শ্রীবাস অঙ্গনের মন্দির কর্তৃপক্ষ জানান, “এটি শুধু একটি গাছ নয়, ভক্তদের কাছে এটি বিশ্বাস ও ভক্তির প্রাণ। পাঁচশো বছর পরেও এই গাছের নতুন জন্ম আজও মানুষের মনে আধ্যাত্মিকতার অনির্বাণ শিখা জ্বালিয়ে রাখে।”
শ্রীবাস অঙ্গনের মন্দির কর্তৃপক্ষ জানান, “এটি শুধু একটি গাছ নয়, ভক্তদের কাছে এটি বিশ্বাস ও ভক্তির প্রাণ। পাঁচশো বছর পরেও এই গাছের নতুন জন্ম আজও মানুষের মনে আধ্যাত্মিকতার অনির্বাণ শিখা জ্বালিয়ে রাখে।”
advertisement
advertisement
advertisement