TRENDING:

East Bardhaman News: আর ছুটতে হবে না হাসপাতালে, রক্ত পরীক্ষা-ইসিজি-ডাক্তার বিনামূল্যে সব মিলবে এক গাড়িতেই, কোথায় জানেন?

Last Updated:
East Bardhaman News: এক আর সামান্য শরীর খারাপ হলেই ছুটতে হবে না শহরে,গ্রামেই মিলবে পরিষেবা। একটি গাড়িতেই পাবেন ডাক্তার দেখানোর সুবিধা থেকে বিভিন্ন ধরনের টেস্ট ও ইসিজি ব্যবস্থা। 
advertisement
1/7
আর ছুটতে হবে না হাসপাতালে, রক্ত পরীক্ষা-ইসিজি-ডাক্তার  বিনামূল্যে সব মিলবে এক গাড়িতেই
আর সামান্য শরীর খারাপ হলেই ছুটতে হবে না শহরে,গ্রামেই মিলবে পরিষেবা। একটি গাড়িতেই পাবেন ডাক্তার দেখানোর সুবিধা থেকে বিভিন্ন ধরনের টেস্ট ও ইসিজি ব্যবস্থা। জামালপুরে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
পশ্চিমবঙ্গের প্রথমত গ্রামগুলিতে স্বাস্থ্যপরিষেবা পরিচয় দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতে মোট ১৪টি গাড়ি রয়েছে। বৃহস্পতিবার জামালপুরে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
advertisement
3/7
এই গাড়িগুলিতে সর্বক্ষণের জন্য থাকবেন একজন চিকিৎসক, একজন অপ্টিমিস্ট, একজন প্যাথলজিস্ট ও আশা কর্মী। এছাড়াও পাবেন বিভিন্ন টেস্ট ও ইসিজি করার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে। এমনকি এখানে থাকবে চক্ষু পরীক্ষা করানোর ব্যবস্থাও।
advertisement
4/7
উপস্থিত বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খাঁন, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা.শঙ্খ শুভ্র দাস, প্রধান বিকাশ পাকড়ে, কৃষি কর্মাধক্ষ্য জয়দেব দাস-সহ অন্যান্যরা।
advertisement
5/7
ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, প্রতিটি পঞ্চায়েতে এই গাড়ি নিয়ে ক্যাম্প করার নির্দেশ আছে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে যে চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছেন সেটা চালু থাকবে। তার সঙ্গে যে সমস্ত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসতে পারছেন না তাঁদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই ক্যাম্প করা হবে। বিডিও ও স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে তাঁরা ক্যাম্প করার সিদ্ধান্ত নেবেন।
advertisement
6/7
তিনি আরও বলেন, বৃহস্পতিবার মসাগ্রাম অঞ্চলে ক্যাম্প করে শুরু করা হল এই পরিষেবার। এই চলমান গাড়িতে একজন ডাক্তার বাবু থাকবেন, থাকবেন একজন অপটিমিস্ট, প্যাথোলজিস্ট, আশা কর্মীরা থাকবেন। এখানে ওষুধ দেওয়ারও ব্যবস্থা থাকবে। বিডিও পার্থ সারথী দে বলেন, তাঁর ব্লকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি পাওয়া গেছে। প্রত্যন্ত গ্রামের যে এলকাগুলি থেকে মানুষ ঠিক ভাবে স্বাস্থ্য পরিষেবার নিতে আসতে পারে না সেই অঞ্চল গুলিকে প্রাধান্য দেওয়া হবে।
advertisement
7/7
বিধায়ক অলক কুমার মাঝি বলেন, তাঁর বিধানসভা এলাকায় একটি গাড়ি পাওয়া গেছে। রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকের প্রতিটি অঞ্চলের মানুষ এর থেকে পরিষেবা পাবেন। একদিকে যেমন প্রত্যন্ত গ্রামের মানুষ যাঁরা স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা নিতে আসতে পারছেন না তাঁরা যেমন পরিষেবা পাবেন তেমনই এই ভ্রাম্যমাণ গাড়িতে যে বিভিন্ন টেস্টের ব্যবস্থা থাকবে, ইসিজির ব্যবস্থা থাকবে সেই পরিষেবাও বিনামূল্যে পাবেন মানুষরা।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আর ছুটতে হবে না হাসপাতালে, রক্ত পরীক্ষা-ইসিজি-ডাক্তার বিনামূল্যে সব মিলবে এক গাড়িতেই, কোথায় জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল