Kenduli Mela: পৌষ সংক্রান্তিতে হবে জয়দেব-কেঁদুলি মেলা! মূল আকর্ষণ অজয়ের তীরে বেনারসের আদলে সন্ধ্যারতি!

Last Updated:
Kenduli Mela: ১৩-১৭ জানুয়ারি জমবে হাজারো মানুষের মিলনমেলা, জয়দেবে কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন
1/5
সুদীপ্ত গড়াই, ইলামবাজার, বীরভূম: পৌষ সংক্রান্তি উপলক্ষে এ বছরও বীরভূমের জয়দেব-কেঁদুলিতে আয়োজিত হবে ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা। প্রতি বছরের মত লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হবে অজয় নদে মকরস্নান ও মেলা দর্শনের উদ্দেশে। এ বার মেলা হবে ১৩ থেকে ১৭ জানুয়ারি, একদিন বাড়িয়ে পাঁচ দিনের আয়োজন।
সুদীপ্ত গড়াই, ইলামবাজার, বীরভূম: পৌষ সংক্রান্তি উপলক্ষে এ বছরও বীরভূমের জয়দেব-কেঁদুলিতে আয়োজিত হবে ঐতিহ্যবাহী জয়দেব-কেঁদুলি মেলা। প্রতি বছরের মত লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হবে অজয় নদে মকরস্নান ও মেলা দর্শনের উদ্দেশে। এ বার মেলা হবে ১৩ থেকে ১৭ জানুয়ারি, একদিন বাড়িয়ে পাঁচ দিনের আয়োজন।
advertisement
2/5
জয়দেব বাউল একাডেমির একতারা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার আমনদীপ সিংসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। বৈঠকে মেলার সময়সীমা ও আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
জয়দেব বাউল একাডেমির একতারা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি কাজল শেখ, জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার আমনদীপ সিংসহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক। বৈঠকে মেলার সময়সীমা ও আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
অজয় নদীর স্নানঘাটে উন্নত পরিকাঠামো, পানীয় জল, আলো, অস্থায়ী শৌচালয় এসবের উপর জোর দেওয়া হচ্ছে। তিন বছর পর স্টল ভাড়া কিছুটা বাড়ানো হবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩০০-র বেশি আখড়া এবং ৩০০টি স্টল বরাদ্দ থাকবে। অফলাইন স্টল বুকিং হলেও এর জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করা হবে। মেলার খরচ মেটানো হবে স্টল ভাড়া ও পার্কিংয়ের আয় থেকে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
অজয় নদীর স্নানঘাটে উন্নত পরিকাঠামো, পানীয় জল, আলো, অস্থায়ী শৌচালয় এসবের উপর জোর দেওয়া হচ্ছে। তিন বছর পর স্টল ভাড়া কিছুটা বাড়ানো হবে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩০০-র বেশি আখড়া এবং ৩০০টি স্টল বরাদ্দ থাকবে। অফলাইন স্টল বুকিং হলেও এর জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করা হবে। মেলার খরচ মেটানো হবে স্টল ভাড়া ও পার্কিংয়ের আয় থেকে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
মেলার দিনগুলিতে বাউল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এ বার নতুন সংযোজন কবি জয়দেব স্মারক বক্তৃতা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, প্লাস্টিক-মুক্ত মেলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং অজয় নদীর ধারে বেনারসের আদলে সন্ধ্যা আরতি হবে বিশেষ আকর্ষণ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
মেলার দিনগুলিতে বাউল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এ বার নতুন সংযোজন কবি জয়দেব স্মারক বক্তৃতা। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, প্লাস্টিক-মুক্ত মেলা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং অজয় নদীর ধারে বেনারসের আদলে সন্ধ্যা আরতি হবে বিশেষ আকর্ষণ।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
জেলা পুলিশ জানিয়েছে, মেলা ঘিরে প্রতি বছরের মত এবারও কড়া নিরাপত্তা থাকবে। বাইরে থেকেও অতিরিক্ত বাহিনী আনা হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ টিম মোতায়েন থাকবে। নিরাপত্তা, পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উদ্যোগ মিলিয়ে আরও সুশৃঙ্খল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এ বছরের জয়দেব-কেঁদুলি মেলা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
জেলা পুলিশ জানিয়েছে, মেলা ঘিরে প্রতি বছরের মত এবারও কড়া নিরাপত্তা থাকবে। বাইরে থেকেও অতিরিক্ত বাহিনী আনা হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বিশেষ টিম মোতায়েন থাকবে। নিরাপত্তা, পরিকাঠামো এবং পরিবেশবান্ধব উদ্যোগ মিলিয়ে আরও সুশৃঙ্খল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এ বছরের জয়দেব-কেঁদুলি মেলা।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement