Howrah News: কালো পিচ, ঝাঁ চকচকে রাস্তা, বাঁধানো ফুটপাথ! তবুও হাওড়ার এই রুটে বাধ্য না হলে যেতে চান না কেউ, জানুন কারণ

Last Updated:
Howrah News: মসৃণ কালো পিচের রাস্তা ও ফুটপাত রয়েছে, তবুও মানুষের একপ্রকার যাতায়াতের অযোগ্য এই রাস্তা। অনেকেই এই পথ না ব্যবহার করে বিকল্প ঘুরপথ যাতায়াত করেন।
1/5
এই রাস্তা হাঁটতে দম বন্ধ হয়ে আসে পথিকের! বাধ্য হয়ে মানুষ আসা-যাওয়া করে এই পথে। মসৃণ কালো পিচের রাস্তা ও ফুটপাথ রয়েছে, তবুও মানুষের একপ্রকার যাতায়াতের অযোগ্য এই রাস্তা। অনেকেই এই পথ না ব্যবহার করে বিকল্প ঘুরপথ যাতায়াত করেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
এই রাস্তা হাঁটতে দম বন্ধ হয়ে আসে পথিকের! বাধ্য হয়ে মানুষ আসা-যাওয়া করে এই পথে। মসৃণ কালো পিচের রাস্তা ও ফুটপাথ রয়েছে, তবুও মানুষের একপ্রকার যাতায়াতের অযোগ্য এই রাস্তা। অনেকেই এই পথ না ব্যবহার করে বিকল্প ঘুরপথ যাতায়াত করেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের একটি রাস্তা। যেখানে মানুষ হাঁটতেই ভয় পায়। তবু বাধ্য হয়ে মানুষ এখানে যাতায়াত করছে। এই রাস্তা পারাপার করতে চোখ মুখ ঢাকছে মানুষ।
হাওড়া ১৬ নম্বর জাতীয় সড়কের একটি রাস্তা। যেখানে মানুষ হাঁটতেই ভয় পায়। তবু বাধ্য হয়ে মানুষ এখানে যাতায়াত করছে। এই রাস্তা পারাপার করতে চোখ মুখ ঢাকছে মানুষ।
advertisement
3/5
হাওড়ার সাঁকরাইল ব্লকের প্রায় শেষ প্রান্তে এই সড়ক। এটি কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। অদূরেই রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস। তবু দিন দিন রাস্তার অবস্থা আরও করুণ হয়ে পড়ছে। প্রশাসনের উদাসীনতার অভাব বলেই অভিযোগ স্থানীয় ও পথ চলতি মানুষের।
হাওড়ার সাঁকরাইল ব্লকের প্রায় শেষ প্রান্তে এই সড়ক। এটি কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। অদূরেই রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস। তবু দিন দিন রাস্তার অবস্থা আরও করুণ হয়ে পড়ছে। প্রশাসনের উদাসীনতার অভাব বলেই অভিযোগ স্থানীয় ও পথ চলতি মানুষের।
advertisement
4/5
সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড পার হতে মানুষকে ঢাকতে হয় নাক। সার্ভিস রোডের ফুটপাথ দখল করে আবর্জনা স্তূপ, কয়েকশো মিটার রাস্তা এভাবেই আবর্জনায় ঢেকেছে। মাছি ভনভন করছে এলাকায়, তীব্র দুর্গন্ধ। আবর্জনা ক্রমশ এলাকা দখল করছে, সার্ভিস রোড থেকে জাতীয় সড়কেও ছড়িয়ে পড়ছে।
সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড পার হতে মানুষকে ঢাকতে হয় নাক। সার্ভিস রোডের ফুটপাথ দখল করে আবর্জনা স্তূপ, কয়েকশো মিটার রাস্তা এভাবেই আবর্জনায় ঢেকেছে। মাছি ভনভন করছে এলাকায়, তীব্র দুর্গন্ধ। আবর্জনা ক্রমশ এলাকা দখল করছে, সার্ভিস রোড থেকে জাতীয় সড়কেও ছড়িয়ে পড়ছে।
advertisement
5/5
তীব্র দুর্গন্ধ, ভন ভন করছে মাছি, মাঝে মাঝেই ধোঁয়ায় রাস্তা ঢেকে পড়ছে। মমানুষ নাক ঢাকা দিয়ে হাঁটছে, ফুটপাথ আবর্জনায় ঢেকে রয়েছে। সার্ভিস রোড জুড়ে গাড়ির অবৈধ পার্কিং। ফুটপাথ যাতায়াতের অযোগ্য, বাধ্য হয়ে মানুষ সার্ভিস রোড ও জাতীয় সড়কে গা ঘেঁষে হাঁটছে। দ্রুত গতিতে যানবাহন ছুটছে, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
তীব্র দুর্গন্ধ, ভন ভন করছে মাছি, মাঝে মাঝেই ধোঁয়ায় রাস্তা ঢেকে পড়ছে। মমানুষ নাক ঢাকা দিয়ে হাঁটছে, ফুটপাথ আবর্জনায় ঢেকে রয়েছে। সার্ভিস রোড জুড়ে গাড়ির অবৈধ পার্কিং। ফুটপাথ যাতায়াতের অযোগ্য, বাধ্য হয়ে মানুষ সার্ভিস রোড ও জাতীয় সড়কে গা ঘেঁষে হাঁটছে। দ্রুত গতিতে যানবাহন ছুটছে, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি )
advertisement
advertisement
advertisement