মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্য অর্জনে দিশা দেখতে উদ্যোগী হল শ্যামপুর নাট্য উৎসব কমিটি। এবার শ্যামপুর শীতলা সিনেমা হলে শ্যামপুরের প্রায় ৪২ টি স্কুলের প্রথম সারির পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ শিবির। আর মাত্র ৪০-৪২ দিন বাকি মাধ্যমিক পরীক্ষা। পাঠ্য বই অনুশীলনের পাশাপাশি পরীক্ষায় ভাল ফল পেতে বেশ কতকগুলি দিক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানসিক ফিট থাকা প্রয়োজন। সেই সমস্ত নানাবিদ বিষয়ে আলোচনা। এদিনের শিবিরে প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী হাজির ছিল। গত বছর মাধ্যমিকে নবম স্থান অধিকারী শিবিরে উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুন: কেউ শুয়ে, কেউ বসে! শীত পড়তেই কলকাতার পাশের এই গার্ডেনে সময় কাটাতে ছুটে আসছেন পর্যটকরা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে উদ্যোক্তা গোবিন্দ প্রসাদ বর্মন জানান, ছাত্র-ছাত্রীদের মানোন্নয়ন করতে এই শিবিরের আয়োজন। গত বছর এমন শিবির আয়োজন করে সুফল মিলেছে। তাতেই আরও বেশি করে উৎসাহ মেলে শ্যামপুর নাট্য উৎসব কমিটি’র সদস্য ও সদস্যাদের মধ্যে। এবার ৪২ টি স্কুলের মেধা ৪৫০-৫০০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করে। মাধ্যমিকে গতবারের তুলনায় আরও বেশি সুফল মিলবে বলেই আশাবাদী।
রাকেশ মাইতি





