তাদের অভিযোগ, সারমেয়টি বেশ কিছুদিন ধরেই স্কুলের ভেতরে ঘোরাফেরা করছে এবং ছাত্রদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি কামড়ানোর চেষ্টার অভিযোগও তোলেন তারা। অভিভাবকদের দাবি, এই বিদ্যালয়ে কুকুরকে কেন্দ্র করে এর আগেও একটি অস্বস্তিকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। ফলে আবারও একই সমস্যা দেখা দেওয়ায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন ছাত্রছাত্রীরা। নিরাপত্তাহীনতার কারণে বাচ্চাদের স্কুলে পাঠাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন বহু অভিভাবক। তাই শিশুদের সুরক্ষার দাবিতে তারা এদিন পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন।
advertisement
আরও পড়ুন : পুড়ে খাক BDO’র গাড়ি! আগুন বেশ কিছু দোকান-ঘরে, খবর পেয়ে ছুটলেন বিধায়ক! পাথরপ্রতিমায় চাঞ্চল্য
অন্যদিকে, অভিযোগের প্রেক্ষিতে গয়েশপুর অঞ্চলের একদল পশুপ্রেমী জানান, অভিভাবকদের দাবি পুরোপুরি সঠিক নয়। তারা খবর পেয়ে স্কুলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাদের বক্তব্য, সারমেয়টি স্কুলের ভেতর থাকলেও কোনও আক্রমণাত্মক আচরণ করেনি এবং ছোট ছোট বাচ্চা থাকার কারণেই তাকে এই মুহূর্তে স্কুল থেকে সরানো সম্ভব নয়। সারমেয়টির কল্যাণ ও পুনর্বাসনের জায়গা না থাকায় তাৎক্ষণিকভাবে অন্যত্র নিয়ে যাওয়াও কঠিন বলে জানান তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে, পুলিশ সূত্রে খবর, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রেখেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ি। আগের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অভিভাবকদের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ দূর করতেই তৎপর পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ।






