Fire: রান্না করার সময়ে অতর্কিতে অগ্নিকাণ্ড! মুহূর্তে আগুন গ্রাস করল পরপর ৩টি বাড়ি, চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই

Last Updated:

Kalna House Fire: কালনা থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা এলাকায় বাড়িতে রান্না করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন গ্রাস করেছে পরপর চারটি বাড়ি। বাড়িতে থাকা নতুন ধানের বস্তা, মোটরসাইকেল, সাইকেল সমস্ত কিছুই পুড়ে ছাই।

বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন
বাড়িতে দাউদাউ করে জ্বলছে আগুন
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: রান্না করার সময়ে অতর্কিতে বাড়ির রান্নাঘরে অগ্নিকাণ্ড। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে গ্রাস করেছে চারটি বাড়ি। চোখের সামনে পুড়ে ছাই সর্বস্ব।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায় বাড়িতে রান্না করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন গ্রাস করেছে পরপর চারটি বসবাসযোগ্য বাড়ি। বাড়িতে থাকা নতুন ধানের বস্তা, মোটরসাইকেল, সাইকেল সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
একই সঙ্গে পাশে থাকা ঘুঘুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরটিও পুড়ে ভস্মীভূত হয়েছে। স্কুল চলাকালীন আগুন লাগার ঘটনার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারাও আতঙ্কিত হয়ে পড়েছে। পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের মাঠে।
advertisement
advertisement
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল
আরও পড়ুনঃ স্বমহিমায় কেষ্ট! দুবরাজপুরে কালীপুজোর উদ্বোধনে এসে পৌরসভার উপর বেজায় চটলেন, চেয়ারম্যানকে কড়া নির্দেশ অনুব্রতর
জানা গিয়েছে রফিকুল শেখের স্ত্রী বাজানুর বিবি তিনি বাড়িতে রান্না করছিলেন। আচমকাই রান্নাঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের আরও তিনটি বাড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল এলাকা।
advertisement
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: রান্না করার সময়ে অতর্কিতে অগ্নিকাণ্ড! মুহূর্তে আগুন গ্রাস করল পরপর ৩টি বাড়ি, চোখের সামনে সর্বস্ব পুড়ে ছাই
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement