আর চিন্তা নেই।প্রত্যন্ত জঙ্গলমহলে এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা। মেদিনীপুর জেলায় শালবনি সহ একাধিক জায়গা মিলিয়ে মোট দশটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু হল। মেদিনীপুর পৌর এলাকার মানুষের জন্য স্বাস্থ্যপরিষেবায় এক নতুন উদ্যোগ— চালু হল ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে মেদিনীপুর পৌরসভার সামনে থেকে এই পরিষেবার সূচনা করেন পৌরপ্রধান সৌমেন খান।
Last Updated: November 20, 2025, 13:48 IST