বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায় বাড়িতে রান্না করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন গ্রাস করেছে পরপর চারটি বসবাসযোগ্য বাড়ি। বাড়িতে থাকা নতুন ধানের বস্তা, মোটরসাইকেল, সাইকেল সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
advertisement
একই সঙ্গে পাশে থাকা ঘুঘুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরটিও পুড়ে ভস্মীভূত হয়েছে। স্কুল চলাকালীন আগুন লাগার ঘটনার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারাও আতঙ্কিত হয়ে পড়েছে। পড়ুয়াদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের মাঠে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল
জানা গিয়েছে রফিকুল শেখের স্ত্রী বাজানুর বিবি তিনি বাড়িতে রান্না করছিলেন। আচমকাই রান্নাঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের আরও তিনটি বাড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল এলাকা।
অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
