কাটোয়া শহর লাগোয়া পানুহাটেও জাঁকজমকভাবে কার্তিক পুজো হয়। এখানকার কিছু ক্লাবের তরফ থেকে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় থিম প্রতিমাও করা হয়। থিম প্যান্ডেল দেখার জন্য বহু মানুষ ভিড় জমান। কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিনই পানুহাটের লড়াই তথা শোভাযাত্রা হয়।
আরও পড়ুনঃ ভাঙনে দিশেহারা পড়ুয়াদের কাছে শিক্ষার আলো পৌঁছল ডিওয়াইএফআই! ভুতনিতে শুরু বিনামূল্যে পাঠশালা
advertisement
এই শোভাযাত্রা পানুহাটের লড়াই নামেই বহুল পরিচিত। এখানে অংশগ্রহণ করে ছোট-বড় একাধিক ক্লাব। শোভাযাত্রায় থাকে আলোকসজ্জা, প্রতিমা সহ বিভিন্ন আকর্ষণীয় বাজনা। প্রত্যেক বছরের মতো এবারেও কাটোয়ার কার্তিক লড়াইয়ের পরের দিন অর্থাৎ বুধবার সম্পন্ন হল পানুহাটের লড়াই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাটোয়া শহরে প্রশাসনের তরফে যেমন রুট ঠিক করে দেওয়া হয়েছিল, এখানেও একইভাবে ছিল নির্দিষ্ট রুট। শোভাযাত্রা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া সবটা যাতে ভালভাবে সম্পন্ন হয়, সেই জন্য ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে, কাটোয়ার কার্তিক লড়াইয়ের মতোই জমজমাটভাবে সম্পন্ন হল পানুহাটের লড়াই।





