কালনা স্টেশনে উপস্থিত হয়ে তিনি বলেন, “অমৃত ভারত স্টেশন স্কিমে কালনা স্টেশনের উন্নয়নের কাজ দুই পর্যায়ে হচ্ছে। প্রথম পর্যায়ের কাজ অনেকটাই শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। আগস্টের মধ্যে মূল কাজ শেষ হবে বলে আশা করছি। তবে ফুটওভার ব্রিজের নির্মাণে কিছুটা সময় বেশি লাগবে।”
advertisement
কালনা থেকে তারপর তিনি আবার সাড়ে দশটা নাগাদ যান কাটোয়া স্টেশনে। অমৃত ভারত স্টেশন প্রকল্পে রেলস্টেশনগুলিতে বাতানুকুল সুবিধাযুক্ত যাত্রী প্রতীক্ষালয় গড়ে তুলে উন্নত পরিষেবা দেওয়ার কাজ হচ্ছে। স্টেশনে টাইলস বসান উঁচু প্ল্যাটফর্ম নির্মিত হচ্ছে। এছাড়াও এই প্রকল্পের আওতায় স্টেশনমুখী রাস্তাগুলিকে চওড়া করা হচ্ছে, যাত্রীরা যাতে সহজেই স্টেশনে আসতে পারেন এবং স্টেশন থেকে বের হতে পারেন তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় দিক নির্দেশনার ব্যবস্থাও করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সংশ্লিষ্ট রাস্তাগুলিতে পথচারীদের বিশেষ ব্যবস্থার পাশাপাশি ইকো সিস্টেম আলোর ব্যবস্থাও করা হচ্ছে। অমৃত ভারত স্টেশন প্রকল্প অনুযায়ী কাটোয়া স্টেশন চত্বরে আগেই গাড়ি রাখার জন্য পার্কিং প্লেস রয়েছে। এছাড়াও চলমান সিঁড়িও করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। এছাড়াও সবুজায়ন করা হবে স্টেশন চত্বরে, স্টেশনের মূল প্রবেশ পথ বদলে ফেলা হয়েছে। খুব তাড়াতাড়ি জেলার এই দুটি স্টেশনের ছবি একেবারে বদলে যাবে।
বনোয়ারীলাল চৌধুরী





