পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে আটক করা হয় প্লেয়িং কার্ড ও মোবাইল ফোন। এদিনের এই অভিযানে পুলিশ আসানসোল ও দুর্গাপুরের ৭ জনকে গ্রেফতার করে। তাঁদের আসানসোল আদালতে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ৪০০ বছরের রহস্য! বর্ধমানের ‘এই’ জমিতে আজও হয় না কোনও ফসল, বয়ে বেড়াচ্ছে কোন ‘অভিশাপ’?
advertisement
প্রসঙ্গত, জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন বহু মানুষ। সেখান থেকে অনেকের পারিবারিক, ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়। অনেকের সংসারের অশান্তির কারণও এই জুয়ার আসক্তি।
মঙ্গলবার গভীর রাতে আসানসোলের রানীগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায় যেমন জুয়া খেলার আসর বসেছিল। সেখানে হানা দেয় পুলিশ। গতকাল রাতের এই অভিযানে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষের কিছু বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে আটক করা হয় প্লেয়িং কার্ড ও মোবাইল ফোন।
