জানা গিয়েছে, খড়গপুরের বাসিন্দা নির্মল পাল ও অসীম দাস নামে দুই ব্যক্তি বাইকে করে বুধবার মেদিনীপুর আসছিলেন। পথে মোহনপুর ব্রিজের উপরে পিছন দিক থেকে একটি লরি তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। পালিয়ে যায়। দুর্ঘটনায় দু’জনই গুরুতর আহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ও সিভিক পুলিশরা ছুটে এসে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা অসীম দাসকে মৃত বলে জানিয়ে দেন।
advertisement
আরও পড়ুনঃ ফুটপাতে টোটো সারাচ্ছিল বাবা-ছেলে মিলে, উড়ে এসে পিষে দিল ট্রাক! ১৯-এই শেষ, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য
নির্মল পাল নামে ওই বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যালে। জানা যাচ্ছে, দুর্ঘটনার পরেই চম্পট দিয়েছেন লরির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নির্মল পালকে মেদিনীপুরে ডায়ালিসিস করানোর জন্য নিয়ে আসছিলেন অসীম। পথেই মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল।
প্রসঙ্গত, আহত নির্মল পাল খড়গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা জহর পালের বড় ছেলে। তাই তাকে দেখতে এদিন মেদিনীপুর মেডিক্যালে এসেছেন একাধিক তৃণমূল নেতৃত্ব। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
