Diamond Harbour: ফুটপাতে টোটো সারাচ্ছিল বাবা-ছেলে মিলে, উড়ে এসে পিষে দিল ট্রাক! ১৯-এই শেষ, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

Last Updated:

Diamond Harbour Acccident: ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির সামনে জাতীয় সড়কের পাশে ফুটপাতে টোটো সারাই করছিল বাবা-ছেলে মিলে। আচমকাই একটি ট্রাক সজোরে এসে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মারা যান ছেলে প্রীতম নস্কর (১৯)। গুরুতর জখম তার বাবা প্রসেনজিৎ নস্কর (৫৪)।

ডায়মন্ড হারবার হাসপাতাল
ডায়মন্ড হারবার হাসপাতাল
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: টোটো সারানোর সময় ট্রাকের ধাক্কা, ডায়মন্ড হারবারে ছেলের মৃত্যু। আহত বাবা। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকায়। মৃতের নাম প্রীতম নস্কর (১৯)। দুর্ঘটনায় গুরুতর জখম তার বাবা প্রসেনজিৎ নস্কর (৫৪)।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তারাই দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে ‘মোস্ট ওয়ান্টেড’
প্রসেনজিতের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে জাতীয় সড়কের পাশে ফুটপাতে বাবা এবং ছেলে টোটো সারাচ্ছিলেন। সেই সময়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান প্রীতম।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নিহত প্রীতমের পরিবারের পক্ষ থেকেও ইতিমধ্যে ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় মাঝে মধ্যেই দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। ফলে আরও সতর্ক হওয়ার প্রয়োজন। এছাড়াও রাস্তায় স্পিড ব্রেকার বাড়ালে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে মত তাদের।  ট্রাক ড্রাইভারকে ধরার দাবি জানিয়েছেন সকলেই। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diamond Harbour: ফুটপাতে টোটো সারাচ্ছিল বাবা-ছেলে মিলে, উড়ে এসে পিষে দিল ট্রাক! ১৯-এই শেষ, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement