Sudden Death: চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার

Last Updated:

Sudden Death: বাড়ি ফেরার পথে হঠাৎ করেই সাইকেল থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ২৭ বছরের মনোজ বিশ্রার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার কুলিপাড়া এলাকায় চাঞ্চল্য।

সাইকেল থেকে পড়ে যুবকের আকস্মিক মৃত্যু 
সাইকেল থেকে পড়ে যুবকের আকস্মিক মৃত্যু 
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: চলন্ত সাইকেল থেকে পড়ে এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় বিরাট চাঞ্চল্য। মৃত যুবকের নাম মনোজ বিশ্রা, বয়স ২৭ বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার কুলিপাড়া এলাকায়। যুবকের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তবে, কুমারগঞ্জ হাই স্কুলের সামনে হঠাৎ করেই আচমকা সাইকেল থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান ওই যুবক। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে বরাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
আরও পড়ুনঃ এক মুহূর্তে নিভে গেল হাসি! বাড়ির মধ্যেই বিদ্যুতের ঝটকা, হাড়োয়ায় যুবকের করুণ পরিণতি, চাঞ্চল্য
সেখান থেকে যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃত যুবককে বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যু কীভাবে ঘটল তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের দাবি, মনোজের দেহে কোনরকম আঘাতের চিহ্ন ছিল না। তবে কি হার্ট অ্যাটাক! নাকি এর পিছনে অন্য কোন বড় রহস্য লুকিয়ে আছে তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sudden Death: চলন্ত সাইকেল থেকে পড়ে নিমেষে শেষ তরুণ তাজা প্রাণ! হঠাৎ হল টা কী? মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement