Elephant: একদল হাতি তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে! পাকা ধানের জমি লণ্ডভণ্ড, নিষ্ক্রিয় বনদফতর! বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Elephant Menace: গত ৬-৭ দিন ধরে চাঁদেরা রেঞ্জের অন্তর্গত বেলিয়া এলাকায় ২০-২৫টি হাতির একটি দল ঢুকে পড়েছে। চাষের জমিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দাঁতালরা। বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের।
পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জঙ্গলমহল এলাকায় হাতির তাণ্ডব কোন নতুন ঘটনা নয়। খাবারের সন্ধানে মাঝে মধ্যেই দাঁতালের দল লোকালয়ে ঢুকে পড়ে। ঘরবাড়ি ভেঙে দেয়। ফসলের ক্ষতি করে। হাতির হামলায় প্রাণ যায় কত মানুষের। সাধারণত রাতের অন্ধকারেই হাতি লোকালয়ে প্রবেশ করে। কখনও দলছুট হয়ে কখনও বা দলবল বেঁধে। সম্প্রতি চাঁদেরা রেঞ্জের অন্তর্গত বেলিয়া এলাকায় একপাল হাতি ঢুকে পড়েছে। চাষ জমিতে ব্যাপক ক্ষতি করেছে তারা। মাঠে পাকা ধানের ফসল নষ্ট করেছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণের দাবিতে এবার গ্রামবাসীরা পথ অবরোধ করল মেদিনীপুর সদর ব্লকের বেলিয়াতে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, গত ৬-৭ দিন ধরে চাঁদেরা রেঞ্জের অন্তর্গত বেলিয়া এলাকায় ২০-২৫টি হাতির একটি দল ঢুকে পড়েছে। চাষের জমিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দাঁতালরা। ফলে চলতি মরশুমে জমির পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ শীতে লোকালয়ে বাঘের হানা কমবে! সুন্দরবনের ৮৩ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ‘ফেন্সিং’, দেখুন সেই ঝলক
বারবার বন দফতরের কাছে জানালেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোন ভূমিকা গ্রহণ করেনি বনকর্মীরা, অভিযোগ ক্ষতিগ্রস্ত চাষিদের। তাই বাধ্য হয়ে তারাই প্রতিবাদে পথে নেমেছেন। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বুধবার সকাল থেকে মেদিনীপুর ঝাড়গ্রাম রাজ্য সড়কের বেলিয়াতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ৯ বছর পর নবরূপে খুলছে রক্তকরবী, উদ্বোধনের তারিখও পাকা, খুশির হাওয়া রামপুরহাটে
ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। দাঁড়িয়ে যায় পরপর গাড়ি। শেষমেশ ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন।প্রসঙ্গত, বর্তমানে হাতির দল চাঁদড়া রেঞ্জের ডাইনমারি ডুমুরকোটা হেতাসোল জঙ্গলে অবস্থান করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 29, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant: একদল হাতি তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে! পাকা ধানের জমি লণ্ডভণ্ড, নিষ্ক্রিয় বনদফতর! বিক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী

