বিশ্বাস না করার মতোই! ১০ টাকার কয়েনের মাপে পাথরে খোদাই মা দুর্গা, শিল্পীর দক্ষতা এলে দিল বড় পুরস্কার
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
একটি ১০ টাকার কয়েন, তিন সেন্টিমিটার ব্যাস। এই কয়েনের আকারের পাথরের একটি মা দুর্গা বানিয়ে হস্তশিল্পে রাজ্য সরকারের দেওয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কর্মকার।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার শুশুনিয়ার পাথর শিল্পী প্রবীর কর্মকার প্রায় এক মাস ধরে বানিয়েছেন একটি অতি ক্ষুদ্র পাথরের মূর্তি। এই মূর্তিটির জন্য পেয়েছেন রাজ্য সরকারের বিশেষ পুরস্কার। একটি ১০ টাকার কয়েন, তিন সেন্টিমিটার ব্যাস। এই কয়েনের আকারের পাথরের একটি মা দুর্গা বানিয়ে হস্তশিল্পে রাজ্য সরকারের দেওয়া দ্বিতীয় পুরস্কার পেয়েছেন প্রবীর কর্মকার।
শিল্পী জানিয়েছেন, এত সূক্ষ্ম কাজ করতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কোনও দিন এক ঘন্টা, আবার কোনও দিন পাঁচ ঘন্টা, কখনও লেন্সের সাহায্য নিয়ে, আবার কখনও রোদে বসে খালি চোখে। এভাবেই একটু একটু করে ধৈর্য ধরে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন তিনি।
advertisement
advertisement
বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে। শুশুনিয়া পাহাড়ের নিচে অবস্থান করছে শুশুনিয়া গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে পাথর শিল্প। আগে এই শিল্প পাহাড়ের পাথর কেটে করা হত। এখন তার উপর হয়েছে নিষেধাজ্ঞা। সেই কারণে পাল্টেছে পাথর শিল্পের প্রকৃতি। তবে মন থেকে যে শিল্পীরা রয়েছেন তারা এখনও, সূক্ষ্ম দুর্দান্ত শিল্পকর্ম করে থাকেন। ১০ টাকার কয়েনের উপর মা দুর্গা তারই জ্বলন্ত উদাহরণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পী প্রবীর কর্মকার জানিয়েছেন, মা দুর্গার প্রতিটি ডিটেল তুলে ধরতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে। এসেছে বিরক্তি, মনে হয়েছে মাঝপথে ছেড়ে দিতে। কিন্তু প্রতিদিন নতুন কিছু শিখে এগিয়ে গেছেন তিনি। ধৈর্য এবং নিষ্ঠা দিয়ে তৈরি করেছেন এই শিল্পটি। হস্তশিল্পে এই কয়েনের আকারের মূর্তি এনেছে পুরস্কার। আবারও হস্তশিল্পে পশ্চিমবঙ্গে উজ্জ্বল হয়েছে বাঁকুড়ার নাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 29, 2025 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশ্বাস না করার মতোই! ১০ টাকার কয়েনের মাপে পাথরে খোদাই মা দুর্গা, শিল্পীর দক্ষতা এলে দিল বড় পুরস্কার
