আগে কখনও ঘটেনি! গ্রাহকের কাণ্ড দেখে অবাক ব্যাঙ্ক কর্মীরা! ছুটে আসতে হল পুলিশকেও
- Published by:Madhab Das
- local18
Last Updated:
তাদের ব্যাঙ্কের শাখায় আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। আর এবার এমন ঘটনায় রীতিমতো অবাক ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মীরা।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কীর্তনীয়া: তাদের ব্যাঙ্কের শাখায় আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। আর এবার এমন ঘটনায় রীতিমতো অবাক ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মীরা। অবাক করা এমনই কাণ্ডের সুরাহা করতে তাদের পুলিশকেও ডাকতে হয়। পুলিশ এসে পাঁচজনকে গ্রেফতার করে।
এমন অবাক করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মতিগঞ্জ এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। কী ঘটনা ঘটল ওই ব্যাঙ্কের শাখায়? যে ঘটনার কারণে পুলিশ ডাকতে হল ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। পুলিশ এসে কেনইবা গ্রেফতার করল পাঁচজনকে?
advertisement
advertisement
আসলে উত্তর ২৪ পরগনার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় শিমুলতলার বাসিন্দা প্রসেনজিৎ দত্তর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা নগদ জমা দিতে আসেন তার দাদা বাপ্পা দত্ত। যে টাকার মধ্যে ছিল ১০০ টি ৫০০ টাকার নোট। কিন্তু ক্যাশিয়ার যখন সেই টাকা গুনে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা করতে যান তখন দেখতে পান ১০০ টি নোটের মধ্যে ২২টি ৫০০ টাকার নোট সন্দেহজনক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ব্যাঙ্কের ক্যাশিয়ারের সন্দেহ কিছুক্ষণের মধ্যেই সঠিক হয়ে দাঁড়ায়। জানা যায়, ওই ২২টি নোট ছিল জাল। আর এরপরই নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত বাপ্পা দত্ত, প্রসেনজিৎ দত্তকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বাকি আর যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন অমিতাভ মিত্র, প্রশান্ত সরকার এবং সাগর দাস।
advertisement
ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যাঙ্কের ম্যানেজার শুভঙ্কর সরকার জানিয়েছেন, আগে কখনও একসঙ্গে এতগুলি জাল নোট তাদের ব্যাঙ্কের শাখায় কেউ জমা দিতে আসেন নি। নিয়ম অনুযায়ী তারা পুলিশকে খবর দেন এবং পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। আইন অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 29, 2025 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আগে কখনও ঘটেনি! গ্রাহকের কাণ্ড দেখে অবাক ব্যাঙ্ক কর্মীরা! ছুটে আসতে হল পুলিশকেও

