East Bardhaman News: আচমকা বাজারে বিক্রি হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশের মুণ্ডু! চাহিদাও ব্যাপক, দিনে ৫০-৬০ পিস বিক্রি করে ফেলছেন বিক্রেতারা

Last Updated:

দোকানে দেদার বিকোচ্ছে মুণ্ডু। এক একটি মুণ্ডুর দাম পড়ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

প্লাস্টিকের মুণ্ডু 
প্লাস্টিকের মুণ্ডু 
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের নানা প্রান্তে গাজন উৎসবের সঙ্গে শ্মশান খেলায় ‘মুণ্ডু’ ও ‘খুলি’ ব্যবহারের প্রথা দীর্ঘদিনের। অনেকের মতে, যেহেতু শিবঠাকুরের সঙ্গেই ভূত-প্রেতের সম্পর্ক, তাই তাঁকে তুষ্ট করতেই এই রীতি। আগে যেসব খেলায় সত্যিকারের নরমুণ্ডু ব্যবহৃত হত, এখন সেখানে জায়গা করে নিয়েছে প্ল্যাস্টিকের তৈরি কৃত্রিম মুণ্ডু। পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন এলাকায় মরার খুলি, মুণ্ডু নিয়ে গাজনে শশ্মান খেলার রীতি রয়েছে৷ প্রাচীন এই প্রথা কুড়মুন, কড়ুই সহ বিভিন্ন একাকায় রয়েছে৷ কিন্তু বর্তমানে সভ্য সমাজে আসল মুণ্ডু নিয়ে খেলতে অনেকেই চায় না৷ তাছাড়া পুলিশের লাগাতার প্রচার তো রয়েছেই৷ তাই রীতি বজায় রেখে বাজারে চলে এসেছে প্ল্যাস্টিকের মুণ্ডু৷
বিশেষ করে কাটোয়ার ডাবপট্টি অঞ্চলের দোকানগুলিতে এখন দেদার বিকোচ্ছে এই কৃত্রিম মুণ্ডু। এক একটি মুণ্ডুর দাম পড়ছে ৩০০ থেকে ৪০০ টাকা। হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে আসা এই মুণ্ডুগুলি দেখতে আসলের মতই – খাঁজকাটা দাঁত, ফোঁসফোঁসে চোখ, অনেকগুলিতে আবার আলো ও শব্দের ব্যবস্থাও রয়েছে। ব্যাটারি লাগালেই গা ছমছমে আওয়াজ শুনতে পাওয়া যায়।
advertisement
advertisement
স্থানীয় ব্যবসায়ী গোপাল বৈরাগ্য জানান, “গত তিন-চার বছর ধরে আসল মুণ্ডুর ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। মানুষ এখন অনেক বেশি সচেতন, পুলিশও নিয়মিত সতর্ক করে। তাই প্ল্যাস্টিকের মুণ্ডুই এখন গাজনের মূল আকর্ষণ। দিনে গড়ে ৫০-৬০টি মুণ্ডু বিক্রি হয়ে যাচ্ছে।” শুধু মুণ্ডু নয়, দোকানে এখন মিলছে ডাকিনী-যোগিনী, পিশাচ সাজের যাবতীয় উপকরণও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাজনের শ্মশান সন্ন্যাসিরা কেউ পিশাচ সেজে, কেউ বা ডাকিনী-যোগিনীর বেশে নাচ, আচারে অংশ নিচ্ছেন। সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে গাজনের শ্মশান খেলা—সেই বদলেরই নতুন চেহারা প্ল্যাস্টিকের এই মুণ্ডু।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: আচমকা বাজারে বিক্রি হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশের মুণ্ডু! চাহিদাও ব্যাপক, দিনে ৫০-৬০ পিস বিক্রি করে ফেলছেন বিক্রেতারা
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement