East Bardhaman News: বাংলার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দল! খাঁড়া হাতে দেব সঙ্গে ইধিকা, কাছে যেতেই...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: এক মুখ দাড়ি, লম্বা চুল, হাতে মস্ত বড় খাঁড়া, মাথায় বাঁধা খয়েরি রঙের কাপড়। নতুন লুকে বর্ধমানের জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে দেব।
পূর্ব বর্ধমান: এক মুখ দাড়ি, লম্বা চুল, হাতে মস্ত বড় খাঁড়া, মাথায় বাঁধা খয়েরি রঙের কাপড়। একেবারে নতুন লুকে বর্ধমানের জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে থাকা অবস্থায় দেখা গেল অভিনেতা দেবকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী ইধিকা পাল। বর্ধমানের জঙ্গলে ডাকাত দলের দাপাদাপি। আর সেই দৃশ্য দেখতেই জঙ্গলে ভিড় সাধারণ মানুষের। আসলে বর্ধমানের আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে হয়ে গেল রঘু ডাকাত সিনেমার শ্যুটিং। আর সেই শ্যুটিং দেখতেই ভিড় জমিয়েছিলেন শতাধিক সাধারণ মানুষ। বুধবার আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে শেষ হল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং।
বর্ধমানের এই জঙ্গলে ঘোড়ার পিঠে চেপে শ্যুটিং করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা দেবকে। প্রসঙ্গত, ‘খাদান’ সিনেমার পর থেকে আরও বেড়েছে দেবের জনপ্রিয়তা। বহু মানুষের কাছে এখনও দেব যেন আবেগ। তাই বর্ধমানে দেব এবং দেবের শ্যুটিং দেখার সুযোগ ছাড়তে চাইলেন না অনেকেই। প্রিয় অভিনেতার শ্যুটিং দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা সুরেলা চৌধুরী বলেন, “দেবের শ্যুটিং দেখতে এসেছিলাম, দূর থেকে একবার দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে জঙ্গলমহলের মত একটা জায়গায় বড় বড় অভিনেতারা আসছেন।”
advertisement
advertisement
সূত্র মারফত জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিংয়ের জন্য এই আদুরিয়া জঙ্গলে হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছিল ১২টি ঘোড়া। তার মধ্যে একটা সাদা ঘোড়ার পিঠে চেপে শ্যুটিং করতে দেখা যায় অভিনেতা দেবকে। দেবকে দেখে সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনা ছিল একেবারে তুঙ্গে। লাইন প্রোডিউসার কার্তিক শেঠ বলেন, “এখানকার মানুষ এবং প্রশাসন খুব সহযোগিতা করেন। তাই বারে বারে শাল পিয়ালের টানে একবার হলেও আদুরিয়া জঙ্গলে আসি শ্যুটিংয়ের জন্য। এই ‘রঘু ডাকাত’ সিনেমা ‘খাদান’কে টপকে যাবে।”
advertisement
বছর খানেক আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’ এর ঘোষণা হয়েছিল। তখনই সামনে এসেছিল রঘু ডাকাতের চরিত্রে দেবের লুক এর এক ঝলক। তবে এবার একেবারে শুটিং চলাকালীন অবস্থায় দেবের সেই নতুন লুক দেখা গেল। এই সিনেমা দর্শকদের মন মাতিয়ে তুলবে বলেই মনে করছেন অনেকে। বুধবার আউশগ্রামের আদুরিয়া জঙ্গলের ক্যানেল পারের কাছে এই শ্যুটিং শেষ হয়। আউশগ্রামে এর আগেও বহু সিনেমার শ্যুটিং হয়েছে। তবে এবার এক অন্যরকম সিনেমায় শ্যুটিংয়ের সাক্ষী থাকল বর্ধমান। তবে শ্যুটিং চলাকালীন জঙ্গলের মধ্যে ছিল একেবারে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2025 12:38 AM IST