পাহাড়ে চড়তে চান? ট্রেকিংয়ের স্বপ্ন? হাতের কাছেই রয়েছে একটি রক ক্লাইম্বিং ইউনিভার্সিটি! জানেন কি?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
১৯৬৫ সাল থেকে টানা এখনও পর্যন্ত দেশ বিদেশের পর্বতারোহীরা আসছেন শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে প্রথম রক ক্লাইম্বিং কোর্স চালু করেছিল ‘হিমালয়ান আ্যসোসিয়েশন’।
advertisement
শুশুনিয়া পাহাড় আদর্শ রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য। রক ক্লাইম্বিং ইউনিভারসিটি বলে খ্যাত এই পাহাড়। তাই ১৯৬৫ সাল থেকে টানা এখনওপর্যন্ত দেশ বিদেশের পর্বতারোহীরা আসছেন শুশুনিয়া পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে প্রথম রক ক্লাইম্বিং কোর্স চালু করেছিল ‘হিমালয়ান আ্যসোসিয়েশন’। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম দর্শনীয় স্থান। পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সবুজের টানে সারা বছর দূর দূরান্তের পর্যটকরা ঘুরতে আসেন। তবে, শীতকালীন মরশুমে পর্যটকদের পাশাপাশি ভিড় জমান পর্বতারোহীরা। শুশুনিয়া পাহাড় আদর্শ রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য। রক ক্লাইম্বিং ইউনিভারসিটি বলে খ্যাত এই পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
প্রথম রক ক্লাইম্বিং কোর্সে উপস্থিত ছিলেন মানিক ব্যানার্জি, চঞ্চল মিত্র, অমূল্য সেন, নিতাই রায়, প্রাণেশ চক্রবর্তী, সুদীপ্তা সেনগুপ্ত সহ বিশিষ্টরা। প্রশিক্ষক হিসেবে ছিলেন নিমা তাসি, দা নামগিয়াল, কে পি শর্মা। করালি প্রসাদ দত্ত, করালি মিত্র, তৎকালীন মন্ত্রী জগন্নাথ কোলে এদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সেই সময় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল রক ক্লাইম্বিং প্রশিক্ষণকে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
যারা পাহাড়ে উঠছেন, প্রচন্ড দৈহিক পরিশ্রম প্রয়োজন তাঁদের। মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে চড়াই করে উপরে ওঠা খুবই কঠিন একটি কাজ। ফলে প্রকৃতির সঙ্গে একাত্মবোধ হওয়াটা খুবই প্রয়োজন। সেই কারণে পরিবেশ সম্পর্কে সচেতনতাও এই সকল রক ক্লাইম্বিং কোর্সের একটি অঙ্গ। এভাবেই বছরের পর বছর রাজ্যের পর্বত আরোহনে একটি ভিত্তি প্রস্তর স্থাপন করতে শুশুনিয়া পাহাড় মদত জুগিয়ে যাচ্ছে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
