গাছের গায়ে পাকে পাকে জড়িয়ে থাকে এই সবুজ সাপ! 'গেছো বোড়া' না চিনলে আপনি শেষ...সুন্দরবন কাঁপছে ভয়ে!

Last Updated:
এই সমস্ত সাপ দেখলেই সাবধান হন, চিনে নিন বৈশিষ্ট্যগুলো। সুন্দরবন ভয়ে কাঁপছে এই সাপের জন্য।
1/6
বেশ কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের দেখা তার মধ্যে কালাচ, কেউটে এবং শঙ্খচূড়। এই তিন প্রকার বিষধর সাপ সাধারণত সুন্দরবন এলাকায় দেখতে পাওয়া। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির বিষহীন সাপ রয়েছে।
বেশ কয়েক বছরে সুন্দরবনে বেড়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের দেখা তার মধ্যে কালাচ, কেউটে এবং শঙ্খচূড়। এই তিন প্রকার বিষধর সাপ সাধারণত সুন্দরবন এলাকায় দেখতে পাওয়া। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির বিষহীন সাপ রয়েছে।
advertisement
2/6
এবার সেই সমস্ত বিষহীন সাপেদের মধ্যে আতঙ্ক ছড়ালো গেছো বোড়। এই সাপের কামড়ে আতঙ্কিত সুন্দরবন এলাকার মানুষজন। এছাড়াও এই সাপ কামড় দিলে মানুষ মারা যায় এই ভুলবার্তা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। ফলে আতঙ্ক তীব্রতর হচ্ছে।
এবার সেই সমস্ত বিষহীন সাপেদের মধ্যে আতঙ্ক ছড়াল গেছো বোড়া। এই সাপের কামড়ে আতঙ্কিত সুন্দরবন এলাকার মানুষজন। এছাড়াও এই সাপ কামড় দিলে মানুষ মারা যায় এই ভুলবার্তা পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। ফলে আতঙ্ক তীব্রতর হচ্ছে।
advertisement
3/6
কয়েকদিন আগে প্রত্যন্ত সুন্দরবনের লাহিড়িপুরের বাসিন্দা বৃদ্ধ প্রভাস মন্ডল। তাঁর হাতে কামড় দেয় সবুজ রঙের লম্বা আকৃতির গেছো বোড়া সাপ। পরিবারের লোকজন তাঁকে চিকিয়ৎসার জন্য স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
কয়েকদিন আগে প্রত্যন্ত সুন্দরবনের লাহিড়িপুরের বাসিন্দা বৃদ্ধ প্রভাস মন্ডল। তাঁর হাতে কামড় দেয় সবুজ রঙের লম্বা আকৃতির গেছো বোড়া সাপ। পরিবারের লোকজন তাঁকে চিকিয়ৎসার জন্য স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
advertisement
4/6
পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এই বিষহীন সাপ সম্পর্কেে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, গেছো বোড়া সাধারণত একটি বিষহীন সাপ। সবুজ রঙের। গাছের উপর বসবাসকারী সাপকে বোঝায় যা বিভিন্ন প্রজাতি হতে পারে। এছাড়াও একে পিট ভাইপার সাপ বলা হয়ে থাকে বা সবুজ বোড়া বলা হয়।
পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এই বিষহীন সাপ সম্পর্কেে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, গেছো বোড়া সাধারণত একটি বিষহীন সাপ। সবুজ রঙের। গাছের উপর বসবাসকারী সাপকে বোঝায় যা বিভিন্ন প্রজাতি হতে পারে। এছাড়াও একে পিট ভাইপার সাপ বলা হয়ে থাকে বা সবুজ বোড়া বলা হয়।
advertisement
5/6
এই সাপ শিকারকে ধরে রাখে এবং কামড়ানোর পরে শিকারকে ছেড়ে দেয় না। বরং ধরে রাখে যতক্ষণ না সেটি মারা যায়। মূলত বোড়া বা ভাইপার নামটি বিভিন্ন বিষধর ও অবিষধর সাপকে বোঝাতে ব্যবহৃত হয়। তাই কোন সাপকে গেছো বোড়া হিসেবে দেখলে তার বিষধর হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়।
এই সাপ শিকারকে ধরে রাখে এবং কামড়ানোর পরে শিকারকে ছেড়ে দেয় না। বরং ধরে রাখে যতক্ষণ না সেটি মারা যায়। মূলত বোড়া বা ভাইপার নামটি বিভিন্ন বিষধর ও অবিষধর সাপকে বোঝাতে ব্যবহৃত হয়। তাই কোন সাপকে গেছো বোড়া হিসেবে দেখলে তার বিষধর হওয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়।
advertisement
6/6
তাছাড়া সাধারণ এই সমস্ত সাপ সুন্দরবন এবং সংলগ্ন এলাকায় দেখতে পাওয়া যায়। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই সাপের ফণা নেই। এটি খুব চঞ্চল প্রকৃতির। ফলে ভয় বা আতঙ্কের কিছু নেই। একটু সাহস আর মনের জোর থাকলে এই ধরনের সাপ থেকে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
তাছাড়া সাধারণ এই সমস্ত সাপ সুন্দরবন এবং সংলগ্ন এলাকায় দেখতে পাওয়া যায়। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই সাপের ফণা নেই। এটি খুব চঞ্চল প্রকৃতির। ফলে ভয় বা আতঙ্কের কিছু নেই। একটু সাহস আর মনের জোর থাকলে এই ধরনের সাপ থেকে আতঙ্কিত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
advertisement
advertisement
advertisement