গাছের গায়ে পাকে পাকে জড়িয়ে থাকে এই সবুজ সাপ! 'গেছো বোড়া' না চিনলে আপনি শেষ...সুন্দরবন কাঁপছে ভয়ে!
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
এই সমস্ত সাপ দেখলেই সাবধান হন, চিনে নিন বৈশিষ্ট্যগুলো। সুন্দরবন ভয়ে কাঁপছে এই সাপের জন্য।
advertisement
advertisement
advertisement
পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এই বিষহীন সাপ সম্পর্কেে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, গেছো বোড়া সাধারণত একটি বিষহীন সাপ। সবুজ রঙের। গাছের উপর বসবাসকারী সাপকে বোঝায় যা বিভিন্ন প্রজাতি হতে পারে। এছাড়াও একে পিট ভাইপার সাপ বলা হয়ে থাকে বা সবুজ বোড়া বলা হয়।
advertisement
advertisement






