Cyclone Montha West Bengal Alert: ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Cyclone Montha West Bengal Alert: ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জেলায়
পুরুলিয়া: সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মন্থার ল্যান্ডফল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলার জেলায় জেলায় আবহাওয়ার ভোলবদল। এর জেরে বৃষ্টির প্রভাব দেখা দিয়েছে দক্ষিণের একাধিক জেলায়। কিছুটা হলেও প্রভাব পড়বে পুরুলিয়া জেলাতে। সকাল থেকে মেঘলা আকাশে ঢেকেছে পুরুলিয়া জেলা। রোদের দেখা সেভাবে নেই। আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।
advertisement
advertisement
advertisement









