আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতাই! পিছন থেকে আসা বাইক আরোহীর কীর্তি
জয়নগরের বহড়ুতে বাড়ি মৃত তরুণীর। মাস খানেক আগে পাশের গ্রাম উওর দুর্গাপুরের একটি ছেলের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে দুই বাড়ি থেকেই তাঁদের এই সম্পর্কটি মেনে নেওয়া হয়। ফলে প্রেমজনিত তেমন কোনও জটিলতা ছিল না বলেই জানিয়েছে তরুণীর পরিবারের সদস্যরা। সেই কারণেই তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছেন সবাই। কেন ওই তরুণী এই চরম পথ বেছে নিলেন তা তাঁর বন্ধুরাও বুঝতে পারছেন না।
advertisement
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে হঠাৎই ওই তরুণী বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেন। এরপরই প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর কান্নার রোল পড়ে গিয়েছে মৃত তরুণীর বাড়িতে। এদিকে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন ওই তরুণী আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।
সুমন সাহা