Nadia News: প্রকাশ্য দিবালোকে টোটো থেকে মহিলার ব্যাগ ছিনতাই! পিছন থেকে আসা বাইক আরোহীর কীর্তি
- Reported by:MAINAK DEBNATH
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ব্যাগে পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জামাকাপড় ছিল। কিন্তু ওই সময় ব্যাগ রক্ষা করতে গিয়ে টোটো থেকে পড়ে আঘাত পাওয়া দিদিকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করা সম্ভব হয়নি।
নদিয়া: ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে টোটোয় বসা মহিলার ব্যাগ নিয়ে চম্পট বাইক আরোহীর। সুধা সরকার নামে ওই মহিলা শান্তিপুরে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে আসছিলেন। সেই সময় পেছন থেকে বাইকে করে এক অল্পবয়সী যুবক এসে তাঁর হাতে থাকা ব্যাগ টান মেরে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই সময় নিজের ব্যাগ বাঁচাতে গিয়ে টোটো থেকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান সুধাদেবী।
আরও পড়ুন: রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী ডেপুটি স্পিকার
প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ছিনতাইয়ের শিকার হওয়া সুধা সরকারের সঙ্গে ছিলেন তাঁর ভাই নকুল সরকার। তিনি জানান, দিদির ব্যাগে পাঁচ হাজার টাকা, একটি মোবাইল ফোন সহ বেশ কিছু জামাকাপড় ছিল। কিন্তু ওই সময় ব্যাগ রক্ষা করতে গিয়ে টোটো থেকে পড়ে আঘাত পাওয়া দিদিকে বাঁচাতে গিয়ে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করা সম্ভব হয়নি। আরও জানা গিয়েছে, ছিনতাইকারী যুবক মুখে রুমাল বেঁধে বাইকে করে এসেছিল। তাই তার মুখ দেখা সম্ভব হয়নি।
advertisement
advertisement
এই ঘটনায় টোটো চালক লিটন মণ্ডল কার্যত হতভম্ব হয়ে যান। কারণ এমন অভিজ্ঞতা এর আগে তাঁর হয়নি। তিনি জানান ওই মহিলা ভাইকে নিয়ে দিগনগর থেকে টোটোয় উঠেছিলেন, আত্মীয়ের বিয়ে উপলক্ষে হরিপুরে আসছিলেন। এদিকে আহত সুধা সরকার প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর থানায় গিয়ে এই ছিনতাইয়ের বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
মৈনাক দেবনাথ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 2:30 PM IST










