ঠিক গোলাপের মতো, তবে গোলাপ নয়!
কী বলুন তো এই ফুল? গরমের সময় বাগান ও ঘর সাজাতে এমন সুন্দর ফুলের জুড়ি নেই
ফুলদানিতে এই ফুল ঘণ্টার পর ঘণ্টা থাকে তরতাজা
শীতকালে বাগান সাজানোর বহু ফুলের গাছ থাকলেও গরম সেভাবে কিছুই থাকে না। তবে এই গরমে বাগানের সৌন্দর্য বাড়াচ্ছে রংবেরঙের নন্দিনী ফুল
২০ থেকে ২৫ রং এর নন্দিনী ফুল যা সহজেই মন আকৃষ্ট করে
বাগানের পাশাপাশি ঘর সাজাতেও রঙিন নন্দিনী মানুষের বেশ পছন্দের
দেড় থেকে তিন ফুট উচ্চতা হয় নন্দিনী গাছ, ছোট্ট এই গাছে বেশ কয়েকটি করে ফুল ফোটে
টবে এবং মাটিতে উভয় জায়গায় বেড়ে ওঠে এই গাছ
গরমের হাওয়া পড়লে তরতর করে বেড়ে ওঠে নন্দিনী ( liseanthus) গাছ
গরমের হাওয়া পড়লে তরতর করে বেড়ে ওঠে নন্দিনী
( liseanthus) গাছ
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন