হোম /খবর /বীরভূম /
রক্তের সঙ্কট দূর করতে আসরে ডেপুটি স্পিকার

Birbhum News: রক্তের সঙ্কট দূর করতে উদ্যোগী ডেপুটি স্পিকার

X
title=

১ জুন রামপুরহাট গার্লস স্কুলে রক্তদান উৎসব আয়োজন করা হবে। এতে রামপুরহাট বিধানসভার ১৫ টি অঞ্চল এবং রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডের বাসিন্দাদের এই শিবিরে এসে রক্তদান করতে উৎসাহিত করা হবে

  • Share this:

বীরভূম: গ্রীষ্ম পড়তেই জেলাজুড়ে রক্তের আকাল শুরু হয়েছে। তা দূর করতেই রক্তদান উৎসব করার পরিকল্পনা নিলেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: এক‌ইভাবে ভাইয়ের মৃত্যুর পরেও অবৈধ বাজি কারখানা চালিয়ে যায় ভানু! তারই বলি এগরার ৯ জন

রক্তের সঙ্কট দূর করার পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বিকেলে ডেপুটি স্পিকার রামপুরহাটের দখলবাটি এলাকায় একটি বৈঠক করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে খবর, রক্তের সঙ্কট দূরীকরণের বিষয়টি নিয়ে গত সোমবার প্রথম নিজের বাড়িতে একটি বৈঠক করেন আশিসবাবু। সেখানেই সিদ্ধান্ত হয় ১ জুন রামপুরহাট গার্লস স্কুলে রক্তদান উৎসব আয়োজন করা হবে। এতে রামপুরহাট বিধানসভার ১৫ টি অঞ্চল এবং রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডের বাসিন্দাদের এই শিবিরে এসে রক্তদান করতে উৎসাহিত করা হবে বলে তৃণমূল সূত্রে খবর।

এই রক্তদান উৎসব সফল করতে রামপুরহাট বিধানসভার অন্তর্গত প্রতিটি বুথ থেকে অন্তত পক্ষে দু’জন করে রক্তদাতাকে শিবিরে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কর্মীরা সারা বছর মানুষের সেবায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। এবার রক্তদানের মত মহৎ উৎসব পালন করবেন।

শুভদীপ পাল

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Birbhum news, Blood Donation, Blood donation camp, Suri