পূর্ব মেদিনীপুর: এগরার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এই ভয়ঙ্কর কাণ্ডের পর রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ঘটনাটি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে বিরোধীরা এনআইএ-র তদন্তের দাবিতে অনড়। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যে মঙ্গলবার রাতেই বিস্ফোরণ স্থলে পৌঁছয় সিআইডি ও বোম্ব স্কোয়াডের বিশেষ দল। তারা অবৈধ বাজি কারখানাটির মালিক ভানু বাগের বাড়ি ও আশপাশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।
আরও পড়ুন: ডিলিট করেও লাভ হল না! মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন থেকে বড় তথ্য ফাঁস
মঙ্গলবার দুপুরের নিস্তব্ধতা খান খান করে ১:৩০ নাগাদ এগরার সাহাড়ার খাদিকুল গ্রামে ভানু বাগের অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিষয়টির গুরুত্ব বুঝে ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি ও বোম্ব স্কোয়াড। রাত্রি ৯ টা নাগাদ জেলা পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরা ঘটনাস্থলে প্রবেশ করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় প্রায় ১ কিমি ব্যাসার্ধ ধরে গোটা এলাকা ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। বিস্ফোরণের জেরে ভানু বাগের গোটা বাড়িটিই ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ৯ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে অতি সঙ্কটজনক দু’জনকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবারই মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার পাশাপাশি এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও ভানু বাগের এই অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। তাতে তার নিজের ভাই বিষ্ণুপদ সহ তিনজনের মৃত্যু হয়েছিল। বেশ কিছু মাস জেল খাটার পর বাইরে বেরিয়ে ফের অবৈধ বাজি কারখানার চালু করে ভানু। মঙ্গলবার দুপুরের ঘটনার পর থেকেই সে পলাতক।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egra